• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

যেভাবে অজয়ের প্রেমে কাজল

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৩, ০১:২২ এএম

যেভাবে অজয়ের প্রেমে কাজল

বিনোদন ডেস্ক

বলিউড তারকাদের প্রেম, তাদের চালচলন ও সাজসজ্জা সব সময় চর্চা হয়ে থাকে। অনেক সময় তারা ট্রলের শিকার হয়ে থাকেন। যাই হোক- বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি ‘হিউম্যানস অব বম্বে পডকাস্টকে’ ব্যক্তিগত এবং পেশাগত জীবনের কিছু বিষয় শেয়ার করেছেন। এতে তার প্রথম প্রেমের কথাও এসেছে। অজয়ের সঙ্গে তার প্রেম কিভাবে শুরু হলো তিনি তা জানিয়েছেন। 

কাজলকে প্রশ্ন করা হয়েছিল তার এবং অজয়ের প্রেমের গল্প কিভাবে শুরু হয়েছিল। উত্তরে কাজল প্রথমে স্পষ্ট করে বলে দেন- তিনি ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমার সিমরানের মতো কিছু নন। 

তিনি আরও বলেন, আমার প্রেমের গল্পটি সে রকম কিছুই ছিল না, কারণ আমি এর মতো কিছুই নই৷ তাই আমার কাছে সেসব অবাস্তব। 

অজয়ের সঙ্গে দেখা করার দিনগুলোর কথা স্মরণ করে কাজল বলেন, অজয়ের সঙ্গে প্রথম সিনেমা থেকে আমার বন্ধুত্ব শুরু হয়ে যায়। 

কাজল বলেন, আপনারা জানেন সেটে দাঁড়িয়ে ও বসে থেকে সময় কাটাতে হয়। কাজের ফাঁকে ফাঁকে আমরা কেবল কথা বলতে শুরু করি ও বন্ধু হই। তারপর অবশেষে আমি নিজের কথা প্রকাশ করি, অজয় তার কথা প্রকাশ করে।

বিবাহিত জীবন সম্পর্কে বলতে গিয়ে কাজল বলেন, অধিক পরিমাণ কাজের মধ্যে থেকে দম্পতি জীবন নরকের মতো হয়ে যায়।

দম্পতি জীবনকে নতুনভাবে উদ্ভাবন করতে হবে এবং প্রতিদিন এটিকে ভিন্নভাবে দেখতে হবে বলে মনে করেন কাজল। তিনি আরও বলেন, নতুন নতুন জিনিস একে অপরের জানতে হবে এবং শিখতে হবে। মানুষ বড় হয় এবং মানুষ বদলে যায়। 

হালচাল সিনেমার সেটে কাজল এবং অজয় দেবগনের প্রথম দেখা। ১৯৯৯ সালে তারা বিয়ে করেন। তাদের দুই সন্তান রয়েছে।  

 

বিএস/

আর্কাইভ