• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঈদের আগে সালমান-রাখি সাওয়ান্তকে কেন প্রাণনাশের হুমকি?

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩, ০৯:৪৬ পিএম

ঈদের আগে সালমান-রাখি সাওয়ান্তকে কেন প্রাণনাশের হুমকি?

বিনোদন ডেস্ক

বলিউড কিং সালমান খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ ঈদে মুক্তি পাবে। এ ছবির প্রচারে ব্যস্ত সুপারস্টার। কিন্তু মানসিক স্বস্তিতে নেই এ অভিনেতা। ছবি মুক্তির প্রাক্কালে ফের প্রাণনাশের হুমকি পেলেন তিনি। তবে শুধু সালমান নন, অভিনেতার সঙ্গে ইমেইলে হুমকি পেয়েছেন রাখি সাওয়ান্ত।

গত কয়েক মাস ধরে একের পর এক হুমকি পাচ্ছিলেন সালমান খান। পরিপ্রেক্ষিতে মুম্বাই পুলিশ এ কিংয়ের নিরাপত্তা জোরদার করেছে। কিন্তু সালমানের সঙ্গেই এবার রাখির কাছে কেন হুমকি এলো, তা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। অনুরাগীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হচ্ছে। ইমেইলে বিষয়বস্তু নিয়ে এখনই খুব বেশি কিছু জানা যাচ্ছে না।

এদিকে ইমেইলে বলা হয়েছে, মুম্বাইতে সালমানকে খুন করা হবে। কিন্তু রাখির কাছে যে ইমেইল এসেছে, সেখানে অভিনেত্রীকে এই গোটা বিষয় (সালমান) থেকে দূরে থাকতে বলা হয়েছে।

ধারণা করা হচ্ছে, রাখি সালমানের সমর্থক। বিভিন্ন সময়ে বিপদে-আপদে যে রাখির পাশে দাঁড়িয়েছেন সালমান সে কথা কারও অজানা নয়। এমনকি সদ্য সাবেক স্বামী আদিলের সঙ্গে দাম্পত্য কলহ চলাকালেও সালমান মধ্যস্থতা করেছিলেন। তাই অভিনেতার ‘বড়’ সমর্থক হওয়ার কারণেই এ হুমকি হতে পারে।

অন্যদিকে গত মার্চ মাসে সালমান খান হুমকি পাওয়ার পর মাঝরাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন রাখি। জানিয়েছিলেন তিনি সালমানের পক্ষ থেকে ক্ষমা চাইছেন। অভিনেত্রীর কাছে হুমকি আসার এটাও একটা কারণ হতে পারে বলে মনে করছে অনুরাগীরা। তবে রাখি অবশ্য এখনো হুমকি প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানাননি।

গত ১০ এপ্রিল এক উড়ো ফোন আসে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে। হুমকি দেওয়া হয় সালমানের বিষয়ে। কন্ট্রোল রুমে ফোন করেন রাজস্থানের জোধপুরের এক যুবক। নিজেকে তিনি ‘রকিভাই’ বলে পরিচয় দেন। ফোনে জানানো হয়, ৩০ এপ্রিল সালমানকে খুন করা হবে। এই ফোন পাওয়ার পর থেকেই তদন্তে নামে মুম্বাই পুলিশ। শুরু হয় তল্লাশি। শেষে দেখা যায়, মাত্র ১৬ বছরের এক কিশোর সেই ফোন করেছিল। পরে পুলিশ ওই কিশোরকে মুম্বাই থেকে আটক করে পুলিশ।

এদিকে প্রাণণাশের হুমকি আসার পর থেকে নিজের গতিবিধি কিছুটা হলেও নিয়ন্ত্রণে রেখেছেন সালমান। ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবির প্রচারও করছেন সচেতনভাবে। মুম্বাই পুলিশ অভিনেতার নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সালমান নিজের জন্য একটি বুলেটপ্রুফ গাড়িও কিনেছেন।

 

বিএস/

আর্কাইভ