• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

তাহসান ও ফারিণ প্রেম বিয়ে নিয়ে কথা বললেন

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ১০:৫৪ পিএম

তাহসান ও ফারিণ প্রেম বিয়ে নিয়ে কথা বললেন

বিনোদন ডেস্ক

নাটকের দুই জনপ্রিয় তারকা তাহসান ও ফারিণ প্রেম করছেন বলে দিন কয়েক আগে একটি খবর ছড়িয়ে পড়ে। নাটক পাড়ার বাতাসে শোনা যায় যে চুপিসারে সংসারও নাকি করছেন তারা।

তবে এ খবরকে গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন তাহসান ও ফারিণ। এ প্রসঙ্গে অভিনেত্রী ফারিণ সংবাদমাধ্যমে বলেন, ‘এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। কারণ, কথা বললে বিষয়টি অকারণেই সামনে আসবে।’

তাহসান খানও বলেন, ‘কয়েক দিন পরপরই শোনা যায়, আমি ও ফারিণ নাকি সংসার করছি! আসলে আমি ও ফারিণ একটি নাটকে অভিনয় করেছিলাম। যেটার সিক্যুয়েলও হয়। নাটকের গল্প সংসারজীবন নিয়ে। সেখান থেকে নাটকের কাহিনী বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে অনেকেই সংবাদ প্রকাশ করেছে। এটা খুবই বিব্রতকর।’


শিহাব শাহীনের পরিচালনায় ২০২১ সালের বিশ্ব ভালোবাসা দিবসে তাহসান-ফারিণ জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন  ‘কমলা রঙের রোদ’নাটকে। সে সময় দারু জনপ্রিয়তা পায়নাটকটি দারুণ সাড়া ফেলে দর্শক মহলে। এরপর নির্মিত হয় এর সিক্যুয়েল ‘কমলা রঙের রোদ-২’। আর সেখান থেকে ‘প্রেম-বিয়ে’র গুঞ্জন শুরু।


এডিএস/

আর্কাইভ