• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পরীমনির উপস্থাপনায় নাচবেন দিঘী-অপু বিশ্বাস

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ১০:৪৬ পিএম

পরীমনির উপস্থাপনায় নাচবেন দিঘী-অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

এবার নতুন পরিচয়ে ধরা দিচ্ছেন নায়িকা পরীমনি।সিনেমায় অভিনয়ের পর এবার উপস্থাপনায় নাম লেখাতে যাচ্ছেন তিনি। 

ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনা করছেন রাজ ঘরণী। এবার ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রে প্রচারিত হবে তারকাবহুল বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’।

এই অনুষ্ঠানেই উপস্থাপক হিসেবে দেখা যাবে পরীমনিকে।

বিনোদন জগতের একঝাঁক তারকা শিল্পীর অংশগ্রহণে ঈদের এই বিশেষ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ৯টায়। 

চট্টগ্রাম কেন্দ্র সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে থাকছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দীঘির একক ও দলীয় নাচের মনোমুগ্ধকর পরিবেশনা। অনুষ্ঠানে তারকা কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া গাইবেন জনপ্রিয় গান ‘পেট ফুরেদ্দে তোয়ার লাই’। ফোক ও রক গানের সমন্বয়ে গান করবেন কণ্ঠশিল্পী তাসনিম আনিকা। তিনি গাইবেন ‘অলিরও কথা শুনে বকুল হাসে’ গানের মতো দর্শকনন্দিত গান।

 

বিএস/

আর্কাইভ