• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হিমি নায়িকা থেকে গায়িকা হলেন

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ০৯:৩৫ পিএম

হিমি নায়িকা থেকে গায়িকা হলেন

বিনোদন ডেস্ক

জান্নাতুল সুমাইয়া হিমি অভিনয় করে সুনাম কুড়িয়েছেন বহু আগেই। দর্শকরা অভিনেত্রী হিসেবে জানলেও এবার নতুন পরিচয়ে দেখতে পাবে তাকে।

এবার দর্শকরা হিমির কণ্ঠে গান শুনতে পারবেন। কেননা প্রথমবারের মতো গান গাইলেন তিনি। এবারের ঈদুল ফিতরের চাঁদ রাতে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে মাহিন আওলাদের পরিচালনায় হিমি এবং নিলয় অভিনীত নাটক ‘পরান পাখি’। সেই নাটকেরই বিশেষ একটি গানে কণ্ঠ দিয়েছেন হিমি। তার সহশিল্পী আভরাল সাহির।


‘পরান পাখি’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির। ছোট বেলা থেকেই গান শিখেছেন হিমি। আর প্রথমবারের মতো গান গেয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন এই অভিনেত্রী।

তিনি বলেন, অভিনয়ের দিকেই মনোযোগ ছিল বেশি। তবে এবার পারিচালক মাহিন আওলাদ ভাই এমনভাবে অনুরোধ করলেন যে গান গাইতেই হল। গানটির কথা, সুর ও সংগীত অসাধারণ হয়েছে। আমি আশা করছি সবার ভালো লাগবে গানটি।‍‍`


এডিএস/

আর্কাইভ