• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শাহরুখ-দীপিকার ‘বিশেষ মুহূর্ত’ ফাঁস (ভিডিও)

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ০৫:৪১ পিএম

শাহরুখ-দীপিকার ‘বিশেষ মুহূর্ত’ ফাঁস (ভিডিও)

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

বলিউডের বাদশাহ খ্যাত শাহরুখের নতুন সিনেমা জওয়ানে যে কয়টি বিশেষ চরিত্রে দীপিকা থাকছেন তা অনেক আগেই জানা গিয়েছিল। একটি গানেও থাকার কথা ছিল তার। এবার সেই গানের দৃশ্যের ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। শুরু হয়েছে নতুন করে তোলপাড়।

রিহার্সালের মধ্যেই গোপন ক্যামেরায় তোলা হয়েছে ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে শাহরুখ ও দীপিকা দু’জনেই সাদা শার্ট এবং কালো প্যান্ট পরেছেন। গলায় তাদের লাল স্কার্ফ। সঙ্গে রয়েছে লাল ব্লেজার।

এ ছবি নিয়ে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, সিনেমার বিশেষ মুহূর্তের ছবি এখনই ফাঁস হয়ে গেলে সিনেমার ক্ষতি।

প্রসঙ্গত, জওয়ানে শাহরুখ দ্বৈত চরিত্রে অভিনয় করছেন বলে জানা গেছে। প্রথমে এ বছরের জুন মাসে সিনেমাটি মুক্তি পাওয়া কথা ছিল। তবে এখন শোনা যাচ্ছে মুক্তির তারিখ পেছাতে পারে।

 

 

জেকেএস/

আর্কাইভ