• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সানা খানের স্বামীর অস্বাভাবিক আচরণ নিয়ে ট্রল

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৩, ০৯:৪২ পিএম

সানা খানের স্বামীর অস্বাভাবিক আচরণ নিয়ে ট্রল

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী সানা খান এবং তার স্বামী মুফতি আনাস সাইদ মুম্বাইয়ে বাবা সিদ্দিকের ইফতার পার্টিতে অংশ নিয়েছিলেন। সে ভিডিও নেটজুড়ে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, আনাস সাঈদ তড়িঘড়ি করে অনুষ্ঠানস্থলের ভেতরে নিয়ে যাচ্ছেন সানা খানকে। অভিনেত্রীকে খুবই ক্লান্ত এবং হাঁসফাঁস করতে দেখা যাচ্ছিল। শুধু তাই নয়, অভিনেত্রী সানার শ্বাসকষ্ট হচ্ছিল।

এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরই মন্তব্যের ঝড় উঠে। অনেকে প্রশ্ন করেছেন, অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও তাকে কেন টানছে স্বামী। কিংবা কেন দ্রুত টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কেন তার সঙ্গে বাজে আচরণ? এমন মন্তব্য করতে দেখা গেছে।

এমন ভিডিও দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে সানার স্বামী আনাসের ওপর ক্ষোভ ঝেড়েছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘এভাবে কেন টেনে নিয়ে যাচ্ছেন, এ কেমন ব্যবহার!’ কেউ লিখেছেন, ‘এ কী ওকে শ্বাস নিতে দিন!’ কারোর কথায়, ‘ও অন্তঃসত্ত্বা, ওর শ্বাস নিতে অসুবিধা হচ্ছে।’ কেউ লিখেছেন, ‘উনি বলছেন, হাঁটতে পারছেন না, তারপরেও কীভাবে টেনে নিয়ে যাচ্ছেন, এটা মানুষ হিসাবে লজ্জার।’ 

ভিডিও দেখে এমনই নানান সমালোচনার মুখে পড়তে হয়েছে সানা খানের স্বামী আনাসকে।

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নজরে আসে সানা খানের। এরপর কমেন্ট বক্সে নিজের অবস্থান পরিষ্কার করেন এ অভিনেত্রী।

তিনি বলেন, ভিডিওটি আমার নজরে এসেছে। আমি মনে করি, এটি আমার সব ভাই ও বোনদের কাছে খারাপ লেগেছে। মূলত আমরা বেরিয়ে আসার পর ড্রাইভার ও গাড়ির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলাম। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে ঘামতে শুরু করেছিলাম এবং আমার কাছে খুবই অস্বস্তিকর লাগছিল। তাই আমার স্বামী দ্রুত ভেতরে নিয়ে যেতে চেয়েছিলেন যেন আমি বাতাসের নিচের বসতে পারি এবং পানি খেতে পারি।

আমি তাকে নিজেই বলেছিলাম, আমরা দ্রুত ভেতরে যাই, কারণ সব অতিথি বিরক্ত হবে।

 

বিএস/

আর্কাইভ