• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সিরিয়ালে কাজ দেয়ার কথা বলে দেহ ব্যবসা,আটক কাষ্টিং পরিচালক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৩, ০৬:৫১ পিএম

সিরিয়ালে কাজ দেয়ার কথা বলে দেহ ব্যবসা,আটক কাষ্টিং পরিচালক

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

সিনেমা, সিরিয়ালে কাজ দেওয়ার নাম করে দেহ ব্যবসা! মধু/চক্র চালানোর অভিযোগে মুম্বই পুলিশের হাতে গ্রেপ্তার বলিউডের নামকরা কাস্টিং ডিরেক্টর আরতি মিত্তল। আরতি সম্প্রতি দুই তরুণী মডেলকে সিনেমায় কাজ দেওয়ার টোপ দিয়ে দেহ ব্যবসার জন্য বাধ্য করেছিলেন। এই দুই তরুণীকে গুরুগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আরতি মিত্তল কথা দিয়েছিলেন, তাঁদের দু’জনকেই ১৫ হাজার টাকা দেবেন। দুই তরুণী মডেলের থেকে তথ্য পেয়েই তদন্তে নামে মুম্বই পুলিশ। একটি হোটেলে পাঠানো হয় সাজানো গ্রাহক। ওই ফাঁদেই পা দেন আরতি মিত্তল। প্রকাশ্যে আসে দেহ ব্যবসার চক্র। সঙ্গে সঙ্গেই আরতি মিত্তলকে গ্রেফতার করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।

কাস্টিং ডিরেক্টরের কাজ ছা়ড়াও কিছু কিছু অভিনয়ের কাজও করেছেন অভিযুক্ত আরতি মিত্তল। টেলিভিশনের ‘আপনাপন’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

 

জেকেএস/

আর্কাইভ