• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কেন নন্দিনীর মুখে রতন টাটা ও পিয়াঙ্কার নাম

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৩, ০১:০২ এএম

কেন নন্দিনীর মুখে রতন টাটা ও পিয়াঙ্কার নাম

বিনোদন ডেস্ক

প্রত্যাখ্যানই নিজেকে আবিষ্কার করতে শেখায় বলে মন্তব্য করেছেন ‘মিস ইন্ডিয়া ২০২৩’ বিজয়ী নন্দিনী গোপ্তা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস। 

মনিপুরের খুমান লাম্পাক ইনডোর স্টেডিয়ামে শনিবার ফেমিনা মিস ইন্ডিয়ার ৫৯তম আসর বসে। ৩০ প্রতিদ্বন্দ্বীর মধ্যে নন্দিনী প্রথম হয়েছেন। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পান দিল্লির শ্রেয়া পুঞ্জা এবং তৃতীয় হন মণিপুরের থৌনাওজাম স্ট্রেলা লুয়াং।

বিজয়ী হওয়ার পর নন্দিনী বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।  তিনি বলেন, ‘প্রত্যাখ্যানই একজন ব্যক্তি হিসেবে নিজেকে আবিষ্কার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই তিনি জীবনের নতুন যাত্রায় সমস্ত চ্যালেঞ্জ, ব্যর্থতা ও প্রত্যাখ্যানের মুখোমুখি হতে দৃঢ়প্রতিজ্ঞ।’

দুইজন ব্যক্তি তার জীবনের ওপর প্রভাব ফেলেছেন। তারা হলেন- রতন টাটা ও পিয়াঙ্কা চোপড়া।  তাদের বিষয়ে তিনি বলেন, ‘স্যার রতন টাটা আমার জীবনে প্রভাব রাখা ব্যক্তিদের একজন। তিনি মানবতার জন্য সবকিছু করেন।  আমার জীবনে দ্বিতীয় ব্যক্তি হলেন প্রিয়াঙ্কা চোপড়া। 

প্রতিটি নারীর নিজের ওপর আস্থা রাখা উচিত বলে মনে করেন তিনি। 

নন্দিনী গোপ্তা ভারতের রাজস্থান প্রদেশের কোটার মেয়ে।  ১৯ বছর বয়সি এই মিস ইন্ডিয়া বিজনেস ম্যানেজমেন্টের ছাত্রী।

 

বিএস/

আর্কাইভ