• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

পড়াশোনা ছেড়ে বাবার স্বপ্নপূরণে বাবিল

প্রকাশিত: জুন ২৮, ২০২১, ০৭:১৮ পিএম

পড়াশোনা ছেড়ে বাবার স্বপ্নপূরণে বাবিল

বিনোদন ডেস্ক

পড়াশোনা ছেড়ে দেয়ার ঘোষণা দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল খান। সোমবার (২৮ জুন) নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে এই ঘোষণা দেন তিনি।

সম্প্রতি প্রয়াত হয়েছেন অভিনেতা ইরফান খান। তার চাওয়া ছিল, পুত্র বাবিল খানও অভিনয় করবে। পড়াশোনা ছাড়ার ঘোষণা দিলেও বাবার স্বপ্নপূরণের পথেই হাঁটছেন বাবিল। বাবার স্বপ্নপূরণের পথে নামতে গিয়েই কিনা পড়াশোনা ছাড়তে চলেছেন তিনি।

বাবিলের ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, বড় একটি ক্যামেরা কাঁধে নিয়ে আছেন তিনি। ছবির ্যাপশনেই পড়াশোনা ছাড়ার ঘোষণা।

ইনস্টাগ্রামে বাবিল লিখেছেন, ‘ফিল্ম নিয়ে স্নাতক পড়ছিলাম। ১২০ ক্রেডিট শেষ করেছি। আজ থেকে নিজেকে সরিয়ে নিলাম। বিদায় ইউনিভার্সিটি অব ওয়েস্ট মিনস্টার।

তিনি আরও লিখেন, ‘মুম্বাইয়ে আমার বন্ধুর সংখ্যা খুবই কম। খুব বেশি হলে থেকে জন হবে। তারা হৃদয়ে আলাদা জায়গা করে রেখেছেন। তবে বিশ্ববিদ্যালয়ে গিয়ে নতুন একটি পরিবেশ পেয়েছিলাম, ঠিক বাড়ির মতো। জন্য সবাইকে ধন্যবাদ। আজকে সেই বাড়ি ছাড়ছি। আমার প্রিয় বন্ধুরা, তোমাদের মিস করব।

ইতোমধ্যেই বলিউড যাত্রা শুরু করেছেন বাবিল। সম্প্রতি শুরু করেছেন নিজের প্রথম সিনেমার শুটিং। অনভিতা দত্তের পরিচালনায় নেটফ্লিক্স অরিজিনালকালা-তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। অরিজিনালিটিতে তৃপ্তি ডিমরি স্বস্তিকা মুখার্জিকেও দেখা যাবে তার সঙ্গে।

দিকে পরিচালক সুজিত সরকারের একটি সিনেমায়ও কাজ করার কথা রয়েছে বাবিলের। ছবিটি প্রযোজনা করবেন রনি লাহিড়ী। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক রনি নিজে।

ছাড়াও বলিউডের বেশ কিছু বড় ব্যানারের সঙ্গে অভিনয়ের ব্যাপারে বাবিলের কথা চলছে। কারণেই বাবিল আপাতত পড়াশোনাকে দূরে সরিয়ে রাখছেন বলে মনে করছেন অনেকে।

ডব্লিউএস/এম. জামান

আর্কাইভ