• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

টালিউড অভিনেত্রী মধুমিতা হাসপাতালে

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩, ০৭:৩৩ পিএম

টালিউড অভিনেত্রী মধুমিতা হাসপাতালে

বিনোদন ডেস্ক

সপ্তাহের শুরুতেই টালিপাড়ায় উৎকণ্ঠার কালো মেঘ। হাসপাতালে ভর্তি অভিনেত্রী মধুমিতা সরকার। সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে একটি ছবি পোস্ট করেন মধুমিতা।

সেই ছবিতে দেখা যাচ্ছে, তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। নেই কোনো রূপটান। চোখে বেশি পাওয়ারের চশমা। হাতে ড্রিপ চলছে। বালিশের পাশে বই রাখা। হাসিমুখে ছবিটি পোস্ট করে মধুমিতা লিখেছেন, মারাত্মক একটা কিছু হয়েছিল। কিন্তু ভালোভাবে সেরে উঠেছি। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ।

অসুস্থতার বিষয়ে জানতে চাইলে মধুমিতা গণমাধ্যমকে বলেন, অ্যাপেন্ডিক্সে অপারেশন করা হয়েছে। কয়েক দিন ধরে পেটে তীব্র যন্ত্রণা অনুভব করছিলাম। শুটিং চলছিল। তার পর ডাক্তার দেখানোর পর অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে।

সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়ে রোববার অপারেশন হয়েছে অভিনেত্রীর। মধুমিতা বললেন, রক্তে সংক্রমণ বেড়ে গিয়েছিল। কিন্তু অপারেশন হয়ে গেছে। ঈশ্বরের আশীর্বাদে এখন ভালো আছি। আরও কয়েক দিন হাসপাতালেই থাকতে হবে। বাড়ি ফিরেও বিশ্রামে থাকবেন কয়েক দিন। তার পর আবার শুটিং ফ্লোরে ফিরবেন তিনি।

 

বিএস/

আর্কাইভ