• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যে কারণে সম্পর্ক ভেঙে যায় রণবীর-ক্যাটরিনার!

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৩, ০৫:২৩ পিএম

যে কারণে সম্পর্ক ভেঙে যায় রণবীর-ক্যাটরিনার!

বিনোদন ডেস্ক

দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে ছিলেন বলিউড তারকা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। এক সময় লিভ ইনে থাকা এই তারকা জুটি সম্পর্ক থেকে বেরিয়েও আসেন। সেটাও অনেক দিন আগের কথা। এরপর দুজনার দুটি পথ দুদিকে গেছে বেঁকে।

রণবীর গাঁটছড়া বাঁধেন আলিয়া ভাটের সঙ্গে, ক্যাটরিনা বাঁধেন ভিকি কৌশলের সঙ্গে। কিন্তু কেন রণবীর-ক্যাটের সম্পর্ক ভেঙে যায় তা প্রকাশ্যে আনেননি দুজনের কেউই।

কিছু দিন আগে ছেলেমেয়েদের নিয়ে সামাজিকমাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট করেন রণবীরের মা নীতু কাপুর ও ক্যাটরিনার মা সুজান টারকোট। বাগযুদ্ধ যখন চরমে পৌঁছে যাচ্ছিল তখনই দাঁড়ি টানেন ক্যাটের মা। নিজের ভাইরাল পোস্টের ওপর নতুন একটি বিবৃতি যোগ করে লেখেন, ‘কারো উদ্দেশে কিছু বলিনি।’

ভক্তদের জিজ্ঞাসা, কেন ভেঙেছিল দুজনার সম্পর্ক? কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা অবশ্য তাদের সম্পর্কের ভাঙন নিয়ে কিছু কথা বলেছিলেন। জানিয়েছিলেন, যাই হয়ে থাকুক, পরস্পরকে এখনো সম্মান করেন তারা এবং এটি চালিয়ে যাবেন।

বিটাউনে কানাঘুষা শোনা যায়, দুই তারকার অহংবোধে আঘাত লেগেছিল। অশান্তি, মনোমালিন্য নিত্যসঙ্গী ছিল। ক্যাটরিনা অকপটে জানান, তার বোনকেও এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তার মতে, যেহেতু তিনি তারকা, তার জীবনের অনেকটাই প্রকাশ্যে থাকে, তাই ‘ইগো’ বা অহমিকা অনেক বেশি ক্ষতবিক্ষত হয়। ভাবমূর্তি নষ্ট হয়।

তার কথায়, ‘আমি অনুভব করেছি, আমার জীবনটা খোলা পাতার মতো হওয়ায় বেশি ক্ষতবিক্ষত হয়েছি। কিন্তু দিনের শেষে আমরা দুজনেই সমান যন্ত্রণা পেয়েছি।’

কীভাবে এই যন্ত্রণা থেকে মুক্তি পান ক্যাটরিনা? অভিনেত্রীর কথায়, ‘আমি বই পড়ার মধ্যে শান্তি খুঁজে পাই। তাতেই ডুবে ছিলাম।’ এ ছাড়াও, বন্ধুদের পাশে পেয়েছিলেন ক্যাটরিনা। রণবীরের সঙ্গে বিচ্ছেদে কোনো আক্ষেপ নেই বলেই জানান তিনি।

ক্যাটরিনার দাবি, অভিজ্ঞতা তাকে পরিণত করেছে। অতীত থেকে অনেক কিছু শিখেছেন।

বর্তমানে ক্যাটরিনা ব্যস্ত ‘টাইগার ৩’ ছবির কাজে। এই ছবিতে তিনি সালমান খানের সঙ্গে অভিনয় করছেন। অন্য দিকে, তার প্রাক্তন রণবীর কাপুরকে আগামীতে দেখা যাবে ‘অ্যানিমেল’ ছবিতে। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা।

 

বিএস/

আর্কাইভ