• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিয়েতে ছ্যাঁকা খেলে কী হয় বুঝুন: নোবেল

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩, ১০:১২ পিএম

বিয়েতে ছ্যাঁকা খেলে কী হয় বুঝুন: নোবেল

বিনোদন ডেস্ক

আলোচিত ও সমালোচিত গায়ক মাঈনুল আহসান নোবেল  অনেক দিন ধরেই মিডিয়া থেকে দূরে। 

আড়ালে থাকার কারণস্বরূপ তিনি বলেন, কিছু কারণে আমার ওপর মানুষের রাগ, ক্ষোভ আছে। আমি চাই, আড়ালে থাকার কারণে মানুষ সেটা ভুলে যাবেন। শ্রোতাদের ভালো ভালো গান দিতে পারলে আমার প্রতি সব রাগ ভুলে যাবেন তারা। 

তিনি বলেন, প্রত্যেক শিল্পীই প্রচণ্ড রকম প্রেমিক হন। প্রেমে ছেঁকা খেলে মানুষের জীবন বিভীষিকা হয়ে যায়। আমি তো প্রেম করিনি। সরাসরি বিয়ে করেছি। আর বিয়েতে ছেঁকা খেলে মানুষের কী হয়, বুঝুন এবার।

কয়েক দিন আগে সাবেক স্ত্রীকে নিয়ে উপহাসের ইঙ্গিতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার বিষয়ে তিনি বলেন, স্ট্যাটাসটি আমি আমার আবেগের জায়গা থেকে দিয়েছি। আমার সাবেক স্ত্রী আমাকে নিয়ে সারাক্ষণ বিভিন্ন উপহাসমূলক কথাবার্তা বলেন, সেসব আমার কানে আসে। আমি এখানে কাউকে আঘাত দিয়ে কথা বলিনি। স্ট্যাটাসটা পড়লে বুঝতে পারবেন। বরং আমি নিজে আঘাত পেয়েছি বলেই কথাগুলো লিখেছি। আমার ও রকম কেউ নেই। 

 

বিএস/

আর্কাইভ