• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এই ঈদে নতুন চমক নিয়ে আসছেন কণ্ঠশিল্পী ড.মাহফুজুর রহমান

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩, ০৪:৪৫ পিএম

এই ঈদে নতুন চমক নিয়ে আসছেন কণ্ঠশিল্পী ড.মাহফুজুর রহমান

বিনোদন ডেস্ক

এটিএন বাংলা চ্যানেলের ঈদ আয়োজনে ড. মাহফুজুর রহমানের একক গানের অনুষ্ঠান থাকবে না তা কী হয়? এবারের ঈদেও একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি।

এবার প্রচার হবে একক সংগীতানুষ্ঠান ‘হৃদয় তোমাকেই চায়’। এতে গজল সম্রাট ও পাকিস্তানের গজল গায়ক মেহেদী হাসানের প্যায়ার ভারে দো শার্মিলে ন্যান, রাফতা রাফতাও গাইবেন তিনি। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ। এটিএন বাংলার স্টুডিওতেই গানগুলোর চিত্রায়ণ সম্পন্ন হয়।

উল্লেখ্য, ড. মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’, এটি প্রচার হয় ২০১৬ সালে। এর পর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি।

 

বিএস/

আর্কাইভ