• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শাহরুখপুত্রকে জামিনে আনতে বড় ভূমিকা ছিল জুহির

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩, ০২:২৯ এএম

শাহরুখপুত্রকে জামিনে আনতে বড় ভূমিকা ছিল জুহির

বিনোদন ডেস্ক

মাদককাণ্ডে গ্রেফতার শাহরুখপুত্র আরিয়ানকে জামিনে ছাড়িয়ে আনতে বড় ভূমিকা পালন করেন বলিউড নায়িকা জুহি চাওলা। আরিয়ান ২০২১ সালের অক্টোবরে মাদক মামলায় গ্রেফতার হন।  তখন তাকে জামিনে মুক্ত করতে এক লাখ রুপির বন্ডে সই করেছিলেন জুহি।  খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

প্রতিবেদনে বলা হয়, বলিউডের দুই জনপ্রিয় জুটি শাহরুখ খান ও জুহি চাওলা। তাদের মধ্যে বন্ধুত্ব প্রায় তিন দশকের।  কয়েক বছর আগে দুই বন্ধুর বন্ধুত্বে ‘চিড়’ ধরার খবর প্রকাশ পায়।

তখন জুহি চাওলা জোর দিয়ে বলেছিলেন, ‘যদি কোনো প্রয়োজন হয়, আমরা একে অপরকে পাশে পাব জানি। ’

সে কথার প্রমাণ পাওয়া যায় যখন দুবছর আগে শাহরুখের ছেলে মাদক মামলায় গ্রেফতার হন।  ওই বিপদের সময় শাহরুখের পাশে দাঁড়ান জুহি।  শাহরুখকে শুধু সাহস আর মনোবলই জোগাননি, আরিয়ানকে জামিনে ছাড়িয়ে আনতে বড় একটি দায়িত্বে দেখা যায় তাকে।  

এই অভিনেত্রী আরও বলেন, আমাদের বন্ধুত্ব বহু বছর আগেই পারিবারিক বন্ধুত্বে রূপ নেয়।  ইদানীং তো আমার সঙ্গে শাহরুখের দেখা কমই হয়। বরং জয় (জুহির স্বামী জয় মেহতা) আর শাহরুখের যোগাযোগ নিয়মিত।

 

বিএস/

আর্কাইভ