• ঢাকা বুধবার
    ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

ঘুম থেকে উঠেই জিমে অপু বিশ্বাস

প্রকাশিত: জুন ২৮, ২০২১, ০৩:৫১ পিএম

ঘুম থেকে উঠেই জিমে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

নিজেকে সুস্থ ও অবেদনময়ী রাখার জন্য হলিউড-বলিউডের অভিনেত্রীরা নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখেন। খাবারে ডায়েটের পাশাপাশি নিয়মিত জিমে জান। করেন নিয়মিত ওয়ার্ক আউট। যার ফলে তাদের ৫০-৬০ বছরেও দেখায় চিরতরুণ। সে ক্ষেত্রে ঢাকাই সিনেমার অভিনেত্রীরা ছিলেন বেশ পিছিয়ে।

তবে যুগের সঙ্গে তাল মিলেয়ে তারাও এখন নিয়মিত জিমে যাচ্ছেন। তাদের মধ্যে একজন হলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি নিয়মিত খাচ্ছেন ডায়েট ফ্রি খাবার এবং নিজের জিমের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে শেয়ার করে ভক্তদেরও উৎসাহ দিচ্ছেন স্বাস্থ্য সচেতনতায়। 

সোমবার (২৮ জুন) সকালে অপু বিশ্বাস তার ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কিছু জিমের ছবি শেয়ার করেন। ছবি দেখে বোঝা যায় যে তিনি সকালে ঘুম থেকে উঠেই জিমে ব্যস্ত হয়ে পড়েছেন। এ সময় তার পরনে ছিল কালো রঙের ওয়ার্ক আউট ড্রেস। ছবিতে তার চেহারা দেখে বোঝাই যায় জিমে বেশ ঘাম ঝরিয়েছেন তিনি। ছবিগুলো শেয়ার করে আপু ক্যাপশনে লিখেন- 'শুভ সকাল।' 

এর আগে দেশের আরেক মডেল অভিনেত্রী মিমও তার জিমের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। 

প্রসঙ্গত, অপু বিশ্বাস গত মাসে ‘প্রেম প্রীতির বন্ধন’ শিরোনামে একটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এ ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে ‘ছায়াবৃক্ষ’, দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ ও কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা সুবীর মণ্ডল পরিচালিত ‘শর্টকাট’ সিনেমা।   

মাহি/এম. জামান
আর্কাইভ