• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

স্ত্রীর বদলে মালাইকার হাত ধরলেন প্রযোজক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩, ০৬:৩১ পিএম

স্ত্রীর বদলে মালাইকার হাত ধরলেন প্রযোজক

বিনোদন ডেস্ক

কানে ফোন রেখে কারো সঙ্গে কথা চালিয়ে যাচ্ছিলেন প্রযোজক রীতেশ সিধওয়ানি। কথার ছলে স্ত্রীকে ধরতে গিয়ে ধরে ফেললেন অভিনেত্রী মালাইকা অরোরার হাত। কয়েক মুহূর্ত ধরে হাঁটলেনও। অবশ্য এর মাঝেই নিজের ভুল বুঝতে পেরে এবার গিয়ে স্ত্রী ডলির হাত ধরলেন। মুহূর্তের এই ভুল ধরা পড়ল পাপারাজ্জির ক্যামেরায়। নেটমাধ্যমে ভাইরাল এই ভিডিও।

হঠাৎ প্রযোজকের এরকম হাত ধরাতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন মালাইকা। যদিও ক্যামেরার সামনে হাসি চাপার প্রবল চেষ্টা করছেন তিনি। যথাসম্ভব স্বাভাবিক মুখ নিয়ে মালাইকা, রীতেশ এবং ডলি গাড়িতে উঠলেন। তবে গাড়িতে উঠেই তারা হাসিতে গড়িয়ে পড়েছেন, সাংবাদিকদের চোখ এড়ায়নি সেই দৃশ্য।

কমলা রঙের স্যাটিনের শাড়িতে মালাইকাকে দেখে ভালোবাসা জানিয়েছেন অনুরাগীরা। প্রযোজকের ভুলের পর হাসির রোল নেটদুনিয়াতে। মন্তব্য এলো মালাইকার প্রেমিক অর্জুন কাপুরকে নিয়েও।

ভিডিও দেখে কেউ লিখলেন, ‘অর্জুন যদি থাকতেন, রীতেশকে দেখে নিতেন!’ আবার কেউ মন্তব্য করলেন, ‘ভুল করে হলেও মালাইকাকে তো বেশ ছুঁয়ে দিলেন ওই প্রযোজক!’ আরেকজনের বক্তব্য, ‘ইচ্ছে করেই করেছেন!’ 

সম্প্রতি প্রেমিক অর্জুনকে বিয়ে করার পরিকল্পনার কথা জানিয়েছেন মালাইকা। তিনি জানান, অভিনেতার সঙ্গে সাত পাক ঘুরতে প্রস্তুত তিনি। তার কথায়, ‘মনে হয় আমরা দুজনেই প্রস্তুত। সংসার পাততে চাই, পরিবার গড়ে তুলতে চাই।’

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৮ মার্চ আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন মালাইকা অরোরা। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে বন্দি হন প্রেমিক অর্জুন কাপুরের বাহুডোরে। মালাইকা-আরবাজের ঘরে আছেন একমাত্র পুত্র আরহান খান। বিচ্ছেদ ঘটলেও ছেলের দায়িত্ব দুজনেই সামলান এই প্রাক্তন দম্পতি।

 

 

বিএস/

আর্কাইভ