• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

যে কারণে সিএনজি চালাচ্ছেন সংগীতশিল্পী কিশোর!

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৩, ০৯:৫০ পিএম

যে কারণে সিএনজি চালাচ্ছেন সংগীতশিল্পী কিশোর!

বিনোদন ডেস্ক

জনপ্রিয় কণ্ঠশিল্পী কিশোর। নানা সময়ে বিভিন্ন সময়ে গান গাইতেই দেখা যায় তাকে। কখনও স্টেজ আবার কখনও পর্দায় তার দেখা মেলে। কিন্তু হঠাৎ ঢাকার রাস্তায় সিএনজি অটোরিকশা চালাচ্ছেন তিনি!

এমনটাই দেখা গেল, কিন্তু খোঁজ নিয়ে মিলল ভিন্ন গল্প। জীবনের তাগিদে নয়, গল্পের প্রয়োজনেই তিনি এমন পরিস্থিতিতে নিজেকে জড়িয়েছেন। ঈদ উৎসবকে সামনে রেখে তৈরি একটি গানের গল্পে সিএনজি চালকের চরিত্রে দেখা যাবে তাকে।

সিএনজি চালানো প্রসঙ্গে কিশোর বলেন, ‘চরিত্রের প্রয়োজনে সিএনজি চালাতে হলো। যেহেতু গাড়ি চালানোর অভ্যাস আছে, সেহেতু সিএনজি চালাতে খুব একটা বেগ পেতে হয়নি। মূল চালকের কাছ থেকে হালকা ট্রেনিং নিয়েছি শুটিংয়ের সময়। দেখলাম, ভালোই চালাতে পারি!’

তিনি আরও বলেন, এই গানে শুধু সিএনজি চালকই নন তিনি। আরও কয়েকটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। যা ক্রমশ প্রকাশ্যে।

আসছে ঈদে কিশোরের একমাত্র উপহার হিসেবে প্রকাশ পাচ্ছে মিউজিক ভিডিওটি। নির্মিত এই গানটির নাম ‘মিথ্যেবাদীরে’। এর কথা ও সুর করেছেন প্লাবন কোরেশি আর সংগীতায়োজন করেছেন কিশোর নিজেই। কিশোর ও মডেল জেবা জান্নাতকে নিয়ে গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন এ কে পরাগ।

 

 

বিএস/

আর্কাইভ