• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘মেয় ফিরভি তুমকো চাহুঙ্গা..’, মঞ্চে অরিজিৎ, দর্শকাসন থেকেই গলা মেলালেন স্ত্রী, কোয়েল

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩, ১১:৪৫ পিএম

‘মেয় ফিরভি তুমকো চাহুঙ্গা..’, মঞ্চে অরিজিৎ, দর্শকাসন থেকেই গলা মেলালেন স্ত্রী, কোয়েল

বিনোদন ডেস্ক

বৃষ্টিও কাবু করতে পারেনি অরিজিৎ-কে। মঙ্গলবার শিলিগুড়িতে বৃষ্টিতে ভিজেও গান থামাননি অরিজিৎ। কখনও ‘কেশরিয়া’ কখনও ‘গেরুয়া রঙে দর্শকদের রাঙিয়ে দিলেন জিয়াগঞ্জের ভূমিপুত্র। ঘরের ছেলের অনুষ্ঠান দেখতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উপচে পড়েছিল ভিড়। অনুষ্ঠানের একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

হিন্দির পাশাপাশি এদিন সমানতালে বাংলা গান গাইলেন অরিজিৎ। একদিকে যখন অরিজিৎ গিটার হাতে মঞ্চ মাতাচ্ছেন তখন মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা কোয়েল সিং (রায়) কেড়ে নিলেন লাইমলাইট। জীবনসঙ্গিনীকে সবসময়ই আগলে রাখেন অরিজিৎ। দিন কয়েক আগেই আমদাবাদ এয়ারপোর্টে ভাইরাল হয়েছিল দুজনের ‘লাভ মোমেন্ট’। বউকে জড়িয়ে ধরেছিলেন অরিজিৎ, এবার শিলিগুড়ি কনসার্টের ফাঁকে উঠে এল তাঁদের ভালোবাসায় মাখা কিছু মুহূর্ত।

হাতে লাল কাঁচের চুড়ি, সিঁথি রাঙানো চওড়া সিঁদুরে, পরনে কালো হ্য়ান্ডলুম, মাথায় গোঁজা সাদা ফুল-- এদিন একদম অন্যরকম সাজে ধরা দিলেন অরিজিৎ পত্নী। অরিজিৎ ভক্তদের মতো কোয়েলও মন্ত্রমুগ্ধের মতো শুনলেন অরিজিতের গান। ইতিমধ্যেই শো-এর বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কখনও অরিজিতের সঙ্গে ‘মেয় ফিরভি তুমকো চাউঙ্গা’ বা ‘কেশরিয়া’ গানে গলা মেলাচ্ছেন কোয়েল তো কখনও আবার ‘ঝুমে জো পাঠান’-এর তালে তালে নেচে উঠছেন।

এই ভিডিতে ভালোবাসা উজার করে দিয়েছেন অরিজিৎ ভক্তরা। তাঁদের মতে, ‘কোয়েলই অরিজিতের লাকি চার্ম’। কেউ লিখেছেন, ‘এভাবেই তোমরা বেঁধে বেঁধে থেকো’।

তারকা হলেও মাটিতে পা রেখে সাদাসিধে জীবনযাপনেই রয়েছে অরিজিতের ভালোলাগা। তবে ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই ভালোবাসেন অরিজিৎ। কিন্তু মাঝেমধ্যে তাঁর রোম্যান্টিক মুহূর্ত প্রকাশ্যে চলে আসে ফ্যান পেজগুলোর সুবাদে। এবারও তার ব্যতিক্রম হল না।

অরিজিৎ সিং ও তাঁর দ্বিতীয় স্ত্রী কোয়েল রায় সিংয়ের প্রেম কাহিনি হার মানায় কোনও রোম্যান্টিক বলিউড ফিল্মের কাহিনিকেও। তবে সব চড়াই-উতরাই পেরিয়ে জিয়াগঞ্জের এই প্রেমিক যুগল এখন সুখে সংসার করছেন। স্কুলে পড়বার সময় থেকেই প্রেম দুজনের। অরিজিৎ ‘ফেম গুরুকুল’-এ অংশ নেওয়ার সময়ও কোয়েলের সঙ্গে সম্পর্কে থাকার কথা জানিয়েছিলেন। এমনকি অরিজিতের কাছে সেইসময় ফোনও আসত তাঁর বিশেষ বান্ধবীর। ভাগ্যের পরিহাসে আলাদা হলেও ২০১৪ সালের জানুয়ারিতে চুপিসাড়ে তারাপীঠ মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল-অরিজিৎ। এটা ছিল দুজনেরই দ্বিতীয় বিয়ে। দুই ছেলে জুল ও আলিকে নিয়ে ভরপুর সংসার কোয়েল-অরিজিতের। 

 

বিএস/

আর্কাইভ