• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পরীমনি-রাজের আবার মনোমালিন্য? নায়িকার নতুন বার্তা উস্কে দিল জল্পনা

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ০২:০২ এএম

পরীমনি-রাজের আবার মনোমালিন্য? নায়িকার নতুন বার্তা উস্কে দিল জল্পনা

বিনোদন ডেস্ক

বাংলাদেশের অন্যতম চর্চিত নায়িকা পরীমনি। তাকে ঘিরে বিতর্কের শেষ নেই। প্রতিদিন নিত্যনতুন পোস্ট করতে থাকেন এই নায়িকা। শুরু নতুন জল্পনার।

দিগন্ত বিস্তৃত আকাশ। সারি সারি গাছ, সবুজের বন, সামনে বড় পুকুর। আর সেই পুকুরপাড়ে বসে বাংলাদেশের অন্যতম বিতর্কিত নায়িকা পরীমনি। পরনে নীল শাড়ি। গালে হাত দিয়ে বসে আছেন নায়িকা। এমন ছবি দেখে অনেকেরই মনে প্রশ্ন, কী এমন ভাবছেন নায়িকা? সেই ভাবনার উত্তর অবশ্য ছবির ক্যাপশন দেখলেই অনুরাগীরা বুঝতে পারবেন। 

তিনি লিখেছেন- সাধারণত আমি মানুষকে নিজের ভুল শুধরে নেওয়ার জন্য অনেক সময় দিই; কিন্তু যখন আমি কোনো কিছু থেকে একবার ফিরে আসি তারপর আর ফিরেও তাকাই না।
আচমকা কেন ছবির সঙ্গে এমন লিখলেন পরীমনি? তবে কি আবারো স্বামী শরিফুল রাজের সঙ্গে সমস্যায় আছেন এই নায়িকা? 

বেশ কয়েক মাস আগে খানিকটা টানাপোড়েনের মধ্যেই গিয়েছে তাদের সম্পর্ক। অন্য নায়িকার সঙ্গে স্বামীর সম্পর্ক ঘিরে প্রকাশ্যেই রাজকে হুমকি দিয়েছিলেন নায়িকা। তারপর অবশ্য আবারো ছেলে রাজ্য আর স্বামীকে নিয়ে নিজের সংসার গুছিয়ে নিয়েছেন পরীমনি। ঘটা করে রাজ্যের মুখে ভাতের অনুষ্ঠানও করেছেন।

রাজের সঙ্গেও মিষ্টি মুহূর্তের ছবি সবার সঙ্গে ভাগ করতে থাকেন নায়িকা। তারপর আবারো কি রাজের সঙ্গে কোনো মনোমালিন্য হলো তার? 

অভিনেত্রীর এই ছবি দেখে এমন অনেক প্রশ্নই উঠে আসছে। যদিও এ প্রসঙ্গে পরীমণি কোনো মন্তব্যই করেননি। এমনটা তিনি কেন লিখলেন, তা জানা যায়নি। আগামী দিনে নায়িকার জীবনে অন্য কিছু ঘটে কিনা, তা তো সময় বলবে।

আর্কাইভ