• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বর হিসেবে কাকে পছন্দ, জানালেন সারা

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ০১:৪৪ এএম

বর হিসেবে কাকে পছন্দ, জানালেন সারা

বিনোদন ডেস্ক

কয়েক বছর আগে চাপা গুঞ্জন শোনা যাচ্ছিল যে কার্তিক এবং সারা নাকি প্রেম করছেন। লাভ আজকাল ছবি করার সময় কার্তিক আরিয়ানের সঙ্গে তার প্রেম জমে উঠেছিল। সম্প্রতি তিনি আবার বলেন যে তিনি আবার কার্তিকের সঙ্গে কাজ করতে হলে আপত্তি করবেন না।

দেশি ভাইবস অনুষ্ঠানে এসেছিলেন সারা। সেখানেই শেহনাজ গিল তাকে নানা বিষয়ে প্রশ্ন করেন। সারা তাকে জানান তিনি এখনো মনের মানুষ খুঁজে পাননি। 

মজা করে বলেন, না এখনো পাইনি। আমার একজন অন্ধ পাগলকে খুঁজতে হবে যে আমায় বিয়ে করবে। আসলে যে বুদ্ধিমান হবে তার সঙ্গে আমার বিয়ে হলে সে আমায় সহজেই চিনে ফেলবে আর পালিয়ে যাবে।

কিছুদিন আগে শোনা যাচ্ছিল ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে নাকি সারার একটি সম্পর্ক আছে। যদিও তিনি বা শুভমান সেই বিষয়ে প্রকাশ্যে কিছুই বলেননি।

আর্কাইভ