• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আমার বিয়ের সময় হয়নি: সারা

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ০১:৩৩ এএম

আমার বিয়ের সময় হয়নি: সারা

বিনোদন ডেস্ক

বলিউড সেনসেশন সারা আলি খান গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল চর্চিত নাম। তার বিয়ে নিয়ে প্রায়ই কথা হয়। শোনা যায় প্রেমে হাবুডুবু খাচ্ছেন পতৌদি পরিবারের এই লাস্যময়ী। কবে সারার বিয়ের সানাই বাজছে সেটি জানার অপেক্ষায় ভক্তরা।

কবে বিয়ে করছেন—এই প্রশ্নের সোজাসুজি উত্তর দিয়েছেন সারা। অভিনেত্রী বলেন, তিনি যতই বিয়ের ব্যাপারে আগ্রহী হোন না কেন- এটা তার বিয়ের জন্য সঠিক সময় নয়। বর্তমানে তাকে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়া ছবি গ্যাসলাইটে দেখা যাচ্ছে।

এ ছবির প্রমোশনে গিয়েই নিজের বিয়ের পরিকল্পনার কথা জানান সারা। ছবিতে তার সঙ্গে আছেন চিত্রাঙ্গদা সিং, বিক্রান্ত মাসে প্রমুখ। সারা জানান, তার প্ল্যান এখন অপেক্ষা করা। 

দেশি ভাইবস অনুষ্ঠানে এসেছিলেন সারা। সেখানেই শেহনাজ গিল তাকে নানা বিষয়ে প্রশ্ন করেন। সারা তাকে জানান তিনি এখনো মনের মানুষ খুঁজে পাননি।

এরপর শেহনাজ যখন তাকে জিজ্ঞেস করেন যে তিনি বিয়ে করার জন্য আগ্রহী কিনা- তখন সারা বলেন, ‍‍`হ্যাঁ, অবশ্যই; কিন্তু সব কিছুই হয় সঠিক সময়। আমার জন্য এখনো সেই সময় আসেনি।‍‍` 

আর্কাইভ