• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে বুবলীর পোস্ট

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩, ১০:৫৫ পিএম

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে বুবলীর পোস্ট

বিনোদন প্রতিবেদক

ভয়াবহ আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানীর বঙ্গবাজার। আর তার মধ্যে বসেই আগুন নেভার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছেন ব্যবসায়ীরা। এমনকি নিজের ব্যবসার জায়গা ছেড়েও উঠছেন না তারা।


দেশবাসীর মতো সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও দোয়া করছেন বঙ্গবাজারের জন্য। এ তালিকায় রয়েছে চিত্রনায়িকা শবনম বুবলী।

ফেসবুক বার্তায় ভয়াল অগ্নিকাণ্ডের একটি ভিডিও শেয়ার করেছেন বুবলী। সেখানে লিখেছেন: ‘রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট। যোগ দিয়েছে সেনা, বিমান, নৌবাহিনী ও বিজিবির সাহায্যকারী দল। আল্লাহ সবাইকে হেফাজত দান করুন, আমিন।’



মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। জানা গেছে, সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ভোর সোয়া ৬টার দিকে।

একে একে ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর দলও। সবার চেষ্টায় বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসে সাড়ে ছয় ঘণ্টা পর।

আর্কাইভ