• ঢাকা শুক্রবার
    ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

প্রযোজকের বিরুদ্ধে হুমকির অভিযোগ স্বস্তিকার

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৩, ১০:০৮ পিএম

প্রযোজকের বিরুদ্ধে হুমকির অভিযোগ স্বস্তিকার

বিনোদন ডেস্ক

টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তার নতুন ছবি ‘শিবপুর’-এর প্রযোজকের বিরুদ্ধে হুমকির অভিযোগ এনেছেন। ইতোমধ্যে বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিযোগ জানিয়েছেন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (ইম্পা)-তেও। সূত্রের খবর, অভিনেত্রী প্রযোজকের বিরুদ্ধে হেনস্তা ও ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ এনেছেন।

অভিযোগের ব্যাপারে জানার জন্য আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ছবির অরিন্দম ভট্টাচার্যের সঙ্গে। তিনি বলেন, ‘বিষয়টা শুনেছি। যেকোনো কাজে সৃজনশীল মতবিরোধ হতেই পারে। এ ক্ষেত্রেও তাই হয়েছে। বাইরে থেকে আমার কোনো মন্তব্য করা উচিত নয়।’

টলিপাড়ার একটি সূত্রের দাবি, প্রযোজক নির্দোষ। বরং পরিচালকের ‘প্ররোচনা’তেই নাকি স্বস্তিকা অভিযোগ জানিয়েছেন। এই প্রসঙ্গে অরিন্দমের সাফ জবাব, ‘পুরোটাই মিথ্যা কথা। কোনোরকম নেতিবাচক প্রচারে আমি বিশ্বাসী নই। আর স্বস্তিকার মতো অভিনেত্রীকে আমি প্ররোচনা দেব! একজন অভিনেত্রী শুধু শুধু কি এরকম অভিযোগ করলেন?’

প্রযোজনা সংস্থার পক্ষে অজন্তা সিংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে, সংস্থার মুখপাত্র আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘অভিযোগ সত্যি, না কি মিথ্যা, তা নিয়ে এখনই মুখ খুলতে চাইছি না। আপাতত বলতে পারি, আমাদের কাছে যাবতীয় তথ্য প্রমাণ রয়েছে। আইনজীবীর পরামর্শ মতোই আমরা পদক্ষেপ নেব।’

প্রযোজনা সংস্থার পক্ষের আইনজীবী শৌভিক বসু ঠাকুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সংবাদমাধ্যমের মাধ্যমেই বিষয়টা জানতে পেরেছি। আমার মক্কেল এরকম কিছুই করেননি। প্রয়োজনে আমরা অভিনেত্রীর সঙ্গে কথা বলব। যদি কেউ কিছু করে থাকেন, তাহলে আমার মক্কেল সেটা সমর্থন করেন না। আমরা অভিনেত্রীর পাশে রয়েছি।’

এ বিষয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছিল আনন্দবাজার অনলাইন। কিন্তু অভিনেত্রীর পক্ষ থেকে কোনো প্রকার সাড়া মেলেনি।

প্রসঙ্গত, আশির দশকের হাওড়া শিবপুর অঞ্চলের বাস্তব ঘটনার প্রেক্ষাপটে তৈরি থ্রিলার ধাঁচের সিনেমা ‘শিবপুর’। স্বস্তিকা ছাড়াও ছবিতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, মমতা শঙ্কর, সুস্মিতা চট্টোপাধ্যায় প্রমুখ। সব কিছু ঠিক থাকলে আগামী ৫ মে মুক্তি পাবে ছবিটি।

আর্কাইভ