• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আমার বাসা থেকে সমস্ত মূল্যবান জিনিস চুরি হয়ে গেছে: মনিরা মিঠু

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৩, ১০:১৯ পিএম

আমার বাসা থেকে সমস্ত মূল্যবান জিনিস চুরি হয়ে গেছে: মনিরা মিঠু

বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরি হয়েছে। এতে তার মূল্যবান জিনিসপত্র ও টাকা খোয়া গেছে বলে জানা গেছে। রবিবার (২ এপ্রিল) বেলা ২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বাসার সবাই হাসপাতালে ছিল, আর এই সুযোগে ভয়ংকরভাবে আমার বাসা থেকে সমস্ত মূল্যবান জিনিস গহনা, টাকা সব চুরি হয়ে গেছে । মেরুদণ্ড তো আমার একটাই, আল্লাহতায়ালা সেই মেরুদণ্ডে অনেক শক্তি দিয়েছেন,আবার সব গড়বো, ইনশাআল্লাহ, আল্লাহ আমার উপর সহায় হবেন, আল্লাহ ভরসা।’

উল্লেখ্য, প্রখ্যাত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘ওপেনটি বায়োস্কোপ’ নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেন মনিরা মিঠু। এরপর দুই পর্দাতেই সমানতালে অভিনয় চালিয়ে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

আর্কাইভ