• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

বুবলী পরীমনি ও মাহিকে নিয়ে যে ইচ্ছা প্রকাশ করলেন হিরো আলম

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩, ০৫:৪০ পিএম

বুবলী পরীমনি ও মাহিকে নিয়ে যে ইচ্ছা প্রকাশ করলেন হিরো আলম

বিনোদন ডেস্ক

এই সময়ের আলোচিত ব্যক্তি হিরো আলম। তিনি গান, নাটক ও সিনেমায় কাজ করছেন। তিনি বিনোদন জগতে যতটা খ্যাতি পেয়েছেন, তার চেয়ে বেশি আলোচিত হয়েছেন রাজনীতিতে এসে। পাশাপাশি নানা ইস্যুতে আলোচনা-সমালোচনায় থাকেন এ নাট্যকার।  

সম্প্রতি নাট্যকার মামুনুর রশীদের মন্তব্যের জেরে দেশজুড়ে আলোচনা-সমালোচনার শীর্ষে এখন হিরো আলম। শুধু তাই নয়, টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এখন। তবে সেই বিরূপ মন্তব্যকে পাত্তা দিতে চান না হিরো আলম। কাজের মাধ্যমে নিজের যোগ্যতা জানান দেয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন এ ইউটিউবার।

সিটি নিউজ ঢাকার কাছে এক বিশেষ সাক্ষাৎকারে হিরো আলম জানিয়েছেন, এবার সিনেমায় প্রথম সারির নায়িকাদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে।

হিরো আলম বলেন, আমাদের দেশের প্রথম সারির সব নায়িকার সঙ্গে আমার ভালো সম্পর্ক। তাদের আমি শ্রদ্ধা করি, তারাও আমাকে স্নেহ করেন। আমি বিশ্বাস করি, আমার সঙ্গে কাজ করার জন্য যাকেই প্রস্তাব দিব সেই রাজি হবে।  

সামনে যে সিনেমা বানাবেন, সেখানে কোন নায়িকাকে রাখার চিন্তা আছে?- এমন প্রশ্নে হিরো আলম সিটি নিউজ ঢাকাকে বলেন, সবার সঙ্গে কাজ করার ইচ্ছা আছে আমার। তবে শুধু সময়ের প্রয়োজন। সময়ের পরিক্রমায় একসময় সবার সঙ্গে আমার সিনেমা থাকবে। কারণ তাদের থেকে আমার যোগ্যতা কোনো অংশেই কম নয়।  

তাদের সঙ্গে কাজ করার যোগ্যতা আছে আমার। তবে আমাদের সমাজের একশ্রেণির লোকেরা তাদের সঙ্গে কাজের সুযোগ করে দেয় না।

যখনই কোনো নায়িকার সঙ্গে কাজ করার চুক্তি করি, পরে কিছু মানুষ তাদের ধুয়ে দেয়। এই বলে যে, আপনি এ গ্রেডের নায়িকা- কেন হিরো আলমের সঙ্গে কাজ করতে যাবেন। তখন তারা পিছু হটে। আমি মনে করি, তাদের যোগ্যতা থেকে আমার যোগ্যতা কোনো অংশে কম নয়।  

সামনে সিনেমায় বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী, অপু বিশ্বাস, পরীমনির সঙ্গে কাজ করার ইচ্ছা আছে। তাদের রাখার চেষ্টা করব আমার সিনেমায়। আশা করি তারা আমার সঙ্গে কাজ করবেন।  

সম্প্রতি কয়েক দিন আগে হিরো আলমকে নিয়ে নাট্যকার মামুনুর রশীদ বলেছেন- ‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়েছি। সেখান থেকে হিরো আলমের মতো একজন মানুষের উথান হয়েছে। এমন মন্তব্যের ক্ষোভ প্রকাশ করেছেন হিরো আলম। 

 

এএল

আর্কাইভ