• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আদিল ও আমার ডিভোর্সটা হয়েই যাচ্ছে: রাখি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ১১:০৯ পিএম

আদিল ও আমার ডিভোর্সটা হয়েই যাচ্ছে: রাখি

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

আদিল খান দুরানির বিরুদ্ধে অর্থ অত্মসাতের অভিযোগ আনেন রাখি সাওয়ান্ত। যে কারণে আদিলকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। এবার রাখি জানালেন, তার ও আদিলের বিবাহ-বিচ্ছেদটা হয়ে যাচ্ছে। আদিল যাকে চান, তাকে বিয়ে করতে পারেন।

কিছুদিন আগে অবশ্য চিৎকার করে আদিল দুরানির উদ্দেশ্যে রাখি বলেছিলেন, ‘তুমি কখনোই ভেবো না যে আমি তোমায় ডিভোর্স দেব’। এমন মন্তব্যের মাস দেড়েক যেতে না যেতেই ভোল পাল্টালেন রাখি।

ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় আপ্লুত শাকিব যা বললেনভক্ত-অনুরাগীদের ভালোবাসায় আপ্লুত শাকিব যা বললেন
বুধবার ভারতীয় কয়েকটি সাংবাদমাধ্যমকে রাখি সাওয়ান্ত বলেন, ‘আমার খুশির রহস্য হল আমি ডিভোর্স পাচ্ছি, আমি এবার মুক্ত হয়ে যাব। ও (আদিল) এবার যাকে খুশি বিয়ে করুক, আমি শুধু মুক্তি চাই।’

২০২২-এর শুরুর দিকে আদিল খান দুরানিকে বিয়ে করার কথা জানিয়েছিলেন রাখি সাওয়ান্ত। জানিয়েছিলেন, আইনি বিয়ে ছাড়াও ইসলামের নিয়ম অনুসারে তিনি ও আদিল নিকাহ করেছেন। এই বিয়ের জন্য ইসলাম ধর্মও গ্রহণ করেছিলেন বলে জানিয়েছিলেন রাখি।

তবে বছর ঘোরার আগেই আদিল খান দুরানির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা এবং তার টাকা নয়ছয়ের অভিযোগ আনেন রাখি। যে কারণে আদিলকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ।

 

এএল

আর্কাইভ