• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

মালদ্বীপে প্রেমিকা রুক্মিণীর সঙ্গে রোমাঞ্চে মেতেছেন দেব

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০২:০৯ এএম

মালদ্বীপে প্রেমিকা রুক্মিণীর সঙ্গে রোমাঞ্চে মেতেছেন দেব

বিনোদন ডেস্ক

সম্প্রতি ‘বাঘাযতীন’ সিনেমার শুটিং শেষ করেছেন দেব। অন্যদিকে শেষ হয়েছে রুক্মিণী মৈত্রর ‘নটী বিনোদিনী’ সিনেমার শুটিং। সে কারণে আপাতত ছুটির মেজাজে টলিউডের মিষ্টি জুটি দেব-রুক্মিণী। তাই তো সুযোগ পেয়ে মালদ্বীপে রওনা দিয়েছেন তারা। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় দু’জনে শেয়ার করছেন নানা ছবি। তবে জুটিতে নয়। বরং আলাদা আলাদা করে ছবি পোস্ট করলেন তারা।

আজকাল ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেই, ক্যাপশনে দেব লিখে ফেলেন এমনি! এত কিছু থাকতে কেন এই শব্দটাই প্রয়োগ করেন দেব, তা নায়ক নিজেই জানেন।

তবে এর ফলে অনুরাগীদের মনে তো কৌতুহল আরও বেশি দানা বাঁধে। দেবের এই এমনি শব্দের মধ্যে নানান অর্থ খুঁজতে শুরু করেন ভক্তরা। আর যদি কোনোভাবে ইনস্টাগ্রামে দেবের সঙ্গে রুক্মিণী থাকেন, তাহলে তো কথাই নেই! দু’য়ে দু’য়ে একবারে চার।

এবারটিও হলো তাই। দেব তার প্রত্যেকটি ছবির ক্যাপশনে লিখলেন, এমনি। তবে রুক্মিণী কিন্তু বিন্দাস লিখে ফেলেছেন এই ট্রিপের কথা।

 

/এএল

আর্কাইভ