• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফের ঢালিউডে ফিরছেন মিঠুন চক্রবর্তী

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ১২:৫৬ এএম

ফের ঢালিউডে ফিরছেন মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক

ভারতের দাপুটে অভিনেতা মিঠুন চক্রবর্তী। নিজের অভিনয়ের নৈপুণ্যতায় দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। টালিউড ও বলিউডে সমানতালে বিচরণ রয়েছে এই অভিনেতার।

বাংলাদেশে প্রথম অভিনয় করেছিলেন শক্তি সামন্ত নির্মিত ‘অন্যায় অবিচার’ সিনেমায়। যদিও সেই সিনেমাটি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছিল। এরপর সর্বশেষ ২০১০ সালে ‘গোলাপি’ সিনেমায় অভিনয় করেছিলেন মিঠুন। এর প্রায় ১৩ বছর পর ফের ঢালিউডে দেখা যাবে এই অভিনেতাকে।

ইতোমধ্যে তার সঙ্গে প্রাথমিকভাবে সব ধরনের আলোচনা শেষ হয়েছে। বাংলাদেশের সিনেমাতে অভিনয় করতে ইচ্ছা প্রকাশ করেছেন মিঠুনও।

সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন আব্দুল জাহির। তিনি বলেন, প্রায় তিন মাস ধরে গল্পটি নিয়ে আমাদের কথা হচ্ছিল। প্রথমে তার কাছে চিত্রনাট্য পাঠিয়েছিলাম। রোববার (২৬ মার্চ) বিস্তারিত কথাও সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, সিনেমার গল্পটি পছন্দ করেছেন মিঠুন চক্রবর্তী। কথা দিয়েছেন সিনেমাটি করবেন তিনি। তবে বর্তমানে তার হাতে আরও দুটি কাজ রয়েছে। তাই সেগুলোর সঙ্গে মিলিয়েই আমাদের সঙ্গে শিডিউল মেলাবেন তিনি।

সেই সঙ্গে ঈদের আগেই তারা চুক্তিবদ্ধ হবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। হয়তো অক্টোবরের দিকে শুটিংও শুরু করবেন তারা।

প্রসঙ্গত, সিনেমার নাম ‘হিরো’। মূলত বাবা ও মেয়ের সম্পর্কের ওপরে তৈরি করা হয়েছে সিনেমাটির চিত্রনাট্য।

আর্কাইভ