• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

আমি অনেক মানুষের থালাবাসন ধুয়েছি: সুপারস্টার দেব

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩, ০৫:২৪ পিএম

আমি অনেক মানুষের থালাবাসন ধুয়েছি: সুপারস্টার দেব

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

বর্তমান সময়ে ভারতীয় টলিউড ইন্ডাস্ট্রির হার্টথ্রব নায়ক দেব। গত দেড় দশক ধরে ফিল্ম ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। শুধু অভিনয়ে থমকে যাননি। বরং রাজনীতিতে নাম লিখিয়ে পেয়েছেন সফলতা। তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য। দেব তার বর্তমান অবস্থা সহজে পাননি। বরং দীর্ঘ সংগ্রামের গল্প লুকিয়ে আছে তার জীবনে। গত ২০০৬ সালে ‘অগ্নিশপথ’ সিনেমার মাধ্যমে টলিউডে দেবের জার্নি শুরু হয়। যদিও এ সিনেমা বক্স অফিসে সফল হয়নি।

তবে দেবের দ্বিতীয় সিনেমা ‘আই লাভ ইউ’ ২০০৭ তার ক্যারিয়ার বদলে দেয়। কিন্তু অনেকেরই হয়তো অজানা অভিনয়ে পা রাখার আগে ক্যাটারার বাবার সহকারী হিসেবে মুম্বাইয়ের সিনে-ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন দেব। কলেজে পড়ার সময় বাবাকে কাজে সাহায্য করতেন তিনি। লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতকে খুব কাছ থেকে দেখে শাহরুখ খান হওয়ার ইচ্ছে জাগে দেবের।

দেব তার জীবন সংগ্রামের গল্প অনুরাগ বসুর টক শো ‘কে হবে বিগেস্ট ফ্যান’-এ শেয়ার করেছেন। ‘লাইফ ইন আ মেট্রো’ পরিচালক বলেন, ‘আমি শুনেছি, সব টিফিন যখন বাড়ি থেকে চলে আসত, পুরো ঘরটা তুমি মুছে পরিষ্কার করতে। সেখান থেকে তুমি আজ এখানে।’ এসব কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন দেব।

নিজেকে খানিক সামলে নিয়ে বলেন, ‘আমি অনেক বাসন ধুয়েছি। হয়তো তোমার থালাও ধুয়েছি। আমি অনুরাগদাকে অনেক আগে থেকে চিনি, শুটিং সেটে দেখতাম। এমনো হয়েছে অনুরাগদা খাবার খেয়েছেন, সেই প্লেট আমি ধুয়েছি। সেখান থেকে আজ তোমার সামনে বসে আছি, এটা আমার কাছে স্বপ্ন।’

এদিকে দেবের এসব কথায় আবেগপ্রবণ হয়ে পড়েন অনুরাগ বসুও। দেবকে বুকে টেনে নেন তিনি। পর মুহূর্তে দেব বলেন— ‘প্রত্যেক ছেলে-মেয়ের দরকার বাবা-মায়ের কাজকে সাপোর্ট করা। আমি আলাদা কিছু করিনি। আমি যদি হিরো না হতাম তাহলে ওই কাজই আমার কাছে স্বাভাবিক হতো।’

দেব বলেন, ‘মা বলত বাবাকে তুমি তো ইন্ডাস্ট্রির সবাইকে চেন, ছেলের জন্য একটু বলতে তো পারো! বাবা বলত, আমি খুব ছোট একজন টেকনিশিয়ান। তবু বাবা এক দু’জনকে বলেছিল। আব্বাস-মাস্তান, প্রকাশ ঝাকেও বলেছিল। আমি জানি বাবা নিজের জায়গা থেকে সরাসরি ওইভাবে বলতে পারেননি, আমিও চাইনি আমার জন্য বাবা কারো কাছে ছোট হোক।’

আর্কাইভ