• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাসার লিডার ভাষণ দিয়ে সবাইকে বসিয়ে রাখে: বুবলী

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩, ০১:৩২ এএম

বাসার লিডার ভাষণ দিয়ে সবাইকে বসিয়ে রাখে: বুবলী

বিনোদন ডেস্ক

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্টার কিড শেহজাদ খান বীর। বাবা শাকিব খান ও মা শবনম বুবলীর তারকাখ্যাতির সুবাদে ছোট্ট বীরও এত কম বয়সেই তারকা বনে গেছে। তাকে ঘিরে নেটিজেনদের আগ্রহের কমতি নেই। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি পোস্ট করেন নায়িকা। বীরের ছবি পোস্ট করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়।

বিভিন্ন দিবসেই ছেলের সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন  বুবলী। সেই ধারাবাহিকতায় স্বাধীনতা দিবসেও (২৬ মার্চ) লাল-সবুজ পোশাকে দেখা মিমা লল তাদের। সেই পোস্টের ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘বাসার লিডার যখন ভাষণ দিয়ে সবাইকে বসিয়ে রাখে।’

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, ‘মহান স্বাধীনতা দিবসে সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই সম্মান ও ভালোবাসা।’

উল্লেখ্য, এর আগে গত বছরের ২৭ সেপ্টেম্বর বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করে লেখেন, ‘মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা’। এরপরই রহস্য ডানা বাঁধতে থাকে। সবাই বলাবলি করতে শুরু করেন, তাহলে কি বুবলী সত্যিই মা হয়েছেন? এরপরই শাকিব-বুবলী দুজনেই সন্তানের কথা স্বীকার করে নেন।

২০১৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব-বুবলী। যদিও তারকা এ জুটির সংসার গত বছর ভেঙে গেছে। এ কথা শাকিব খান একাধিক সাক্ষাৎকারে স্পষ্ট করেই জানিয়েছেন। তবে বুবলী এখনো তার সংসার ভাঙা নিয়ে মুখ খোলেননি।

শাকিব খানের বড় ছেলে আব্রাম খান জয়। প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। একসঙ্গে ৭০টিরও বেশি ছবি করেছেন এ জুটি। তারপর বিয়ে, সন্তানের অভিভাবক হওয়া। সবই হয়েছিল গোপনে। প্রকাশও পেয়েছে নানা নাটকীয়তার মাঝে। কিন্তু ২০১৮ সালে ডিভোর্স হয়ে যায় শাকিব-অপুর।

আর্কাইভ