• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ওটিটিতে পা রেখেই বাজিমাত

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩, ০১:২০ এএম

ওটিটিতে পা রেখেই বাজিমাত

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

বলিউড সুপারস্টার শাহিদ কাপুর। সিনেমার পাশপাশি নাম লেখিয়েছেন ওটিটিতে। আর ওটিটিতে পা রেখেই বাজিমাত করে নিয়েছেন এই অভিনেতা।

তার প্রথম ওয়েব সিরিজ ফারজি মোস্ট ওয়াচড ভারতীয় সিরিজের খেতাব জিতল। শাহিদ কাপুর এবং বিজয় সেতুপতি অভিনীত এই সিরিজের ভিউ ইতিমধ্যে ৩৭ মিলিয়ন পেরিয়ে গিয়েছে। গেল ফেব্রুয়ারি মাসে এ সিরিজ মুক্তি পেয়েছিল। রাজ ও ডিকে এ সিরিজের পরিচালনা করেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের অথ্যমতে চলতি সপ্তাহে ফারজি মির্জাপুরকে টপকে গিয়ে মোস্ট ওয়াচড ভারতীয় সিরিজের রেকর্ড গড়ল। মাত্র কমাসেই এই রেকর্ড গড়ল এই সিরিজ।

ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিয়োতে গত ফেব্রুয়ারি মাসে মুক্তি পায় ফারজি। আর সিরিজের মুখ্য ভূমিকায় দেখা যায় শাহিদকে। এখানে তার চরিত্র হলো স্ট্রিট স্মার্ট ক্রিমিনালের আর অন্যদিকে বিজয় সেতুপতিকে দেখা গেছে পুলিশের চরিত্রে। এই সিরিজে রাশি খান্না, কে কে মেনন, অমল পালেকর, ভুবন আরোরা, জাকির হোসেন, প্রমুখকে দেখা গিয়েছে।

শাহিদ কাপুর তার ইনস্টাগ্রামে এই খবর পোস্ট করে লেখেন, ‘ফারজি ফিভার, সবাইকে অসংখ্য ধন্যবাদ।’ সেই পোস্টে তিনি ফারজির ডেটা পোস্ট করেন।

আরআই/

আর্কাইভ