• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

হেলিকপ্টারে চড়ে ছেলেকে কোথায় নিয়ে গেলেন পরীমনি?

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩, ০৪:৫৪ পিএম

হেলিকপ্টারে চড়ে ছেলেকে কোথায় নিয়ে গেলেন পরীমনি?

বিনোদন ডেস্ক

পরীমনি ও রাজের ছেলে রাজ্যের সাত মাস বয়স হলো। ছেলে বড় হওয়ার প্রতিমুহূর্তের ছবি নিজের ফেসবুকে শেয়ার করেন তিনি। 

এই প্রথমবার মায়ের বাড়ি যাচ্ছে রাজ্য। সেই বিশেষ মুহূর্তও ফ্রেমবন্দি করতে ভুললেন না তিনি।

চারদিকে প্রবল হাওয়া বইছে। হেলিকপ্টারের পাখা ঘোরার শব্দ হচ্ছে জোরে। সেই হাওয়ার মাঝে পরম শান্তিতে মায়ের কোলে মাথা রেখে ঘুমোচ্ছে রাজ্য। সেই ভিডিও পোস্ট করে পরীমনি লেখেন- রাজ্য প্রথমবার মায়ের বাড়ি যায়। 

এর পর আবার আরও বেশ কয়েকটি ছবি দিয়ে পরীমনি লেখেন, সারাটা পথ রাজ্য মায়ের কোলে ঘুমিয়েছিল।

কিছু দিন আগেই ধুমধাম করে ছেলের মুখে ভাতের অনুষ্ঠান করেন। নিজের ছেলের মুখে ভাত অনুষ্ঠানে অনাথ শিশুদের খাওয়ান।

বছরের শুরুতে রাজের সঙ্গে পরীমনির অশান্তির পর এখন ছেলে আর স্বামীকে নিয়ে শান্তিতে সংসার করছেন তিনি।

আর্কাইভ