প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩, ০৬:৪৭ পিএম
পবিত্র রমজান মাসে রোজা পালন করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। প্রথম সাহরি খাওয়ার বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন। সেই সঙ্গে জানালেন, সাহরি খাওয়ার সময় সাতমাস বয়সী ক্ষুদে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য খেতে খেতে ঘুমিয়ে পড়েছে।
শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে ছেলের ঘুমিয়ে পড়ার একটি ছবি দিয়ে অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ কথা।
ছবিতে দেখা যাচ্ছে, গোলাপি রঙের একটি বলে খাবার। আর পেছনে ঘুমিয়ে পড়া ছেলে রাজ্য। অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের সাহরি শেষ, আলহামদুলিল্লাহ। আমার বাজান খেতে খেতে ঘুমমম।’
আরআই