• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রঞ্জিত মল্লিকের সঙ্গে তর্কে জড়ালেন অঙ্কুশ, হুঁশিয়ারি কোয়েলের

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩, ০২:৪৩ পিএম

রঞ্জিত মল্লিকের সঙ্গে তর্কে জড়ালেন অঙ্কুশ, হুঁশিয়ারি কোয়েলের

বিনোদন ডেস্ক

গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের বিয়ের খবর। ১৩ বছর ধরে ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। কিন্তু কোনো এক কারণে তাকে সঙ্গে বিয়ে করা সম্ভব হচ্ছে না অঙ্কুশের। অবশেষে জানা গেল যে, সেই সবটাই ছিল ছবির প্রচার। আগামী পহেলা বৈশাখে মুক্তি পেতে চলেছে অঙ্কুশ ও ঐন্দ্রিলার সিনেমা লাভ ম্যারেজ। 

ছবিতে অঙ্কুশের বাবার চরিত্রে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক। বেশ অনেকদিন পরেই স্ক্রিনে ফিরেছেন তিনি। আপাতত ছবির প্রচারে ব্যস্ত তারকারা। কিন্তু সেই ছবির প্রচারেই রঞ্জিত মল্লিকের সঙ্গে ঝামেলায় জড়ালেন অঙ্কুশ। সেই ঝামেলা নিয়ে পোস্টও করেন অঙ্কুশ। সেই পোস্টের কমেন্ট বক্সে অঙ্কুশকে হুঁশিয়ারি দিল রঞ্জিতকন্যা কোয়েল মল্লিক।

কিছুদিন আগেই রঞ্জিত মল্লিকের একটি ছবি পোস্ট করে অঙ্কুশ লেখেন, ‘আলাপ করিয়ে দিই। আমার বাবা। মহিম সান্যাল। নিজের ছেলের রাতের ঘুম উড়িয়ে এমন শান্তিতে স্টাইল মেরে বসে আছেন যেন রঞ্জিত মল্লিক। যাই হোক এই ১৪ এপ্রিল জিতবো তো আমরাই।’ 

সেই পোস্ট দেখে কোয়েল মল্লিক কমেন্ট বক্সে লেখেন, ‘ওনার সঙ্গে পাঙ্গা নিও না, মুশকিলে পড়বে। যাকগে দেখা যাক, কি হয়!’ এরপর মজা করে অঙ্কুশ কোয়েলকে লেখেন, ‘আমার বাবা এত ফেমাস হয়ে গেছে যে কোয়েল মল্লিক ওনার হয়ে কথা বলছে? ম্যাম আপনি জানেন না ওনার কীর্তি। আপনার সঙ্গে কীভাবে দেখা হবে জানি না কিন্তু হলে আপনাকে সব বলব।’ আসলে এই সবটাই চলছে মজার ছলে।

আরো একটি ভিডিওতে দেখা যাচ্ছে একেবারে মুখোমুখি সংঘাতে পর্দার বাবা ছেলে রঞ্জিত মল্লিক ও অঙ্কুশ হাজরা। অঙ্কুশের দাবি লাভ ম্যারেজই সেরা আর রঞ্জিত মল্লিকের দাবি, বাবার পছন্দে অ্যারেঞ্জ ম্যারেজ করাই সেরা। অঙ্কুশ লিখেছেন, ‘বাবা ভার্সেস ছেলে, তোমরা কার দলে?’ সেই ভিডিও দেখে মজার ইমোজি দিয়েছেন কোয়েল।

কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে তাদের আগামী ছবি ‘লাভ ম্যারেজ’-এর ট্রেলার। ট্রেলারে দেখা যাচ্ছে অঙ্কুশ ও ঐন্দ্রিলা একে অপরের সঙ্গে প্রেম করে। কিন্তু অঙ্কুশের বাবার চরিত্রে রঞ্জিত মল্লিক কিছুতেই লাভ ম্যারেজ মেনে নিচ্ছেন না। তাই ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে শুরু করেন। পাত্রী হিসেবে অঙ্কুশের প্রেমিকাকেই দেখতে যান অঙ্কুশের বাবা। কিন্তু সেখানে গিয়ে পছন্দ হয়ে যায় পাত্রীর মা অর্থাৎ অপরাজিতা আঢ্যকে। সেখান থেকেই শুরু হয় তাদের প্রেম কাহিনী। বাবা-মায়ের প্রেমের জেরে আর বিয়ের পিঁড়িতে বসতে পারছে না অঙ্কুশ ঐন্দ্রিলা। শেষ অবধি কাদের বিয়ে হবে, সেই নিয়েই রোমান্টিক কমেডি তৈরি করেছেন প্রেমেন্দু বিকাশ চাকী। ট্রেলারে নজর কেড়েছেন অঙ্কুশের ঠাকুমার চরিত্রে সোহাগ সেন। আগামী ১৪ এপ্রিল অর্থাৎ নববর্ষে মুক্তি পাবে এই ছবি।

আর্কাইভ