• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

চাবুক হাতে ফিরছেন এষা দেওল!

প্রকাশিত: মার্চ ২০, ২০২৩, ০৭:১৭ পিএম

চাবুক হাতে ফিরছেন এষা দেওল!

বিনোদন ডেস্ক

‘রুদ্র-দ্য এজ অফ ডার্কনেস’ এষার প্রথম সিরিজ। সেই সিরিজে এষার সঙ্গী অজয় দেবগন। এবার এষা আসছেন চাবুক হাতে! তাঁর আসন্ন ওয়েব সিরিজ ‘হান্টার- টুটেগা নহি, তোড়েগা’। এবার তাঁর বিপরীতে দেখা যাবে সুনীল শেঠিকে। এষা এই সিরিজেও অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন। সিরিজের পরতে পরতে অ্যাকশন ছড়ানো। পিস্তল হাতে শত্রুর মোকাবেলায় নামবেন এষা।

নিজের চরিত্র সম্বন্ধে উচ্ছ্বসিত এষা সাংবাদমাধ্যমে বলেছেন, ‘‘অ্যাকশন সবসময় আমার হৃদয়ের কাছাকাছি ছিল। এই সিরিজে বাড়তি আকর্ষণ টানটান নাটক, উত্তেজনা! আমি সব সময় অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে চেয়েছি। ‘হান্টার- টুটেগা নহি, তোড়েগা’ আমাকে সেই ঘরানায় আমার দক্ষতা প্রদর্শনের সুযোগ করে দিয়েছে।’’ তিনি আরও বলেছেন, ‘অ্যাকশন আমাকে অ্যাড্রেনালিন রাশ দেয়। সুনীল শেট্টির সঙ্গে কাজ করতে পেরে প্রচুর আনন্দ হচ্ছে।’

ইউডলি ফিল্মস নিবেদিত সিরিজের পরিচালক প্রিন্স ধীমান এবং অলোক বাত্রা। সুনীল-এষা ছাড়াও অভিনয় করেছেন রাহুল দেব, স্মিতা জয়কার, বরখা বিস্ত, করণবীর শর্মা, পবন চোপড়া, মিহির আহুজা। ২২ মার্চ থেকে অ্যামাজন মিনি টিভিতে দেখা যাবে চাবুকের জোর।

 

 

এএল/

আর্কাইভ