• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সাকিব আর আমাকে মেডেল দেওয়া উচিত : হিরো আলম

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩, ০৯:০৪ পিএম

সাকিব আর আমাকে মেডেল দেওয়া উচিত : হিরো আলম

দুবাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হিরো আলম।

বিনোদন প্রতিবেদক

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের স্বর্ণের দোকানের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান, অভিনেতা হিরো আলমসহ আরও কয়েকজন। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এরই মধ্যে হিরো আলম বলেছেন, ‘আমাকে আর সাকিবকে তো পুলিশের মেডেল দেওয়া উচিত, পুরস্কৃত করা উচিত। কারণ আমরা যদি অনুষ্ঠানে না যেতাম, সেই আসামির সন্ধান তারা পেত না। তার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। কিন্তু আমি জানতাম না যে সে মার্ডার কেসের আসামি।’
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আজ রোববার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন হিরো আলম।


পুলিশ জানানোর পরও কেন দুবাইয়ের সেই উদ্বোধন অনুষ্ঠানে গেলেন—এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘পুলিশ আমাদের সতর্ক করলে আমরা যেতাম না। পুলিশ এ বিষয়টি জানলে আমাদের মেসেজ দিত অথবা এয়ারপোর্টে আমাদের আটকাতে পারত। বলতে পারত যে, ভাই উনি মার্ডার কেসের পলাতক আসামি, আপনারা যাবেন না। আমরা যাওয়ার পর পুলিশ জানতে পেরেছে। পুলিশ বলছে যে, তারা নাকি আমাদের জানিয়েছে। আমরা যদি জানতাম, তাহলে উনারা আটকাতে পারত। তারা এয়ারপোর্টে কেন আটকালো না। পুলিশই জানে না, আসামি কোথায় আছে। আমরা যাওয়ার পর পুলিশ আসামির সন্ধান পেয়েছে। এ জন্য তো আমাদের পুরস্কৃত করা উচিত।’
হিরো আলম আরও বলেন, ‘হারুন স্যার (ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদ) বলেছেন যে, ‘তাদের জানানো হয়েছে।’ তারা আমাদের একটা মেসেজ দিতে পারত। একটা মেসেজ দেখাক। ১৫ তারিখ অনুষ্ঠান, ১৪ তারিখে নিউজ দেখলাম যে সে মার্ডার কেসের আসামি। আমরা ওখানে ১৩ তারিখ পৌঁছেছি। আমরা ওখানে না গেলে তারা এই আসামির খবরই পেত না।’

 

আরিয়ানএস/

আর্কাইভ