• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

এবার মুখ খুললেন অভিনেত্রী অপু বিশ্বাস

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩, ০৬:৪২ পিএম

এবার মুখ খুললেন অভিনেত্রী অপু বিশ্বাস

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

নায়িকা অপু বিশ্বাস ও নায়ক নিরব সম্প্রতি ‘বিয়াইন সাব, আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনসি’ গানের সঙ্গে নাচছিলেন। নাচের শেষ অংশে নিরব অপুকে কোলে তোলার চেষ্টা করেন। অপুকে কোলে নিতে গিয়ে মঞ্চের ওপর ফেলে দেন। নিরব নিজেও পড়ে যান। আর এই দৃশ্যের ভিডিও হুহু করে ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

এর আগে বিষয়টি নিয়ে কথা বলেছেন চিত্রনায়ক নিরব। এবার অপু বিশ্বাস জানালেন, নেটিজেনদের কটাক্ষে মোটেও বিচলিত নন তিনি।

অপু বিশ্বাস বলেন, দুর্ঘটনাবশত এটা হয়েছে। স্টেজে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গেই আমরা আবার নাচ শুরু করি। কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় দেখলাম বিষয়টি ভাইরাল হয়ে গেছে। এমনকি আমি যেখানে জিম করি সেখানে অনেকেই জিম করেন। সবার সঙ্গে কথা বলা বা আলাপ করা হয়ে ওঠে না। আজ সকালে এক আন্টি আমাকে দেখতে আসেন। তিনি এসেই আমাকে খুঁজছিলেন।

অপু বিশ্বাস বলেন, ‘এখানে আমি বা নিরব কোনো অপরাধ করিনি। দুর্ঘটনা সব সময়ই দুর্ঘটনা। অনেকেই ফোন করে আমার খোঁজখবর নিয়ছেন- অসুস্থ কি না জানতে চেয়েছেন। এমন দুর্ঘটনা না হলে কাছের মানুষদের এমন ভালোবাসা বুঝতে পারতাম না। তা ছাড়া আমার ভক্তরাও বিষয়টি নিয়ে ভালোবাসা প্রকাশ করে পোস্ট করেছেন। পড়ে গিয়ে কিছুটা অপ্রস্তুত হলেও আমি মনে করি এটা স্বাভাবিক ঘটনা।

ঈদে ‘লাল শাড়ী’ সিনেমাটি মুক্তি পাবে। এ ছাড়া নিববের ‘ছায়া বৃক্ষ’ মুক্তির অপেক্ষায় আছে।

 

আর্কাইভ