• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অভিনেত্রী পরীমণি-মাহির পথেই হাটছেন পূজা চেরি!

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩, ০৫:২১ পিএম

অভিনেত্রী পরীমণি-মাহির পথেই হাটছেন পূজা চেরি!

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

এখন পরীমণির ‘ডানা কাটা পরী’, মাহীর ‘ম্যাজিক মামনী’ যে কোনো পার্টিতে কমন গান। জনপ্রিয় এই দুই নায়িকা চলচ্চিত্রের পর্দায় আইটেম গানে কোমর দুলিয়েও পেয়েছেন দর্শকের ভালোবাসা। একই পথে হাঁটছেন বর্তমান সময়ের আলোচিত নায়িকা পূজা চেরি। আইটেম গানে পূজার পারফর্ম কেমন? গত বছরের রোজার ঈদে তাকে দেখা গিয়েছে ‘সাইকো’ সিনেমার আইটেম গানে।

সে যাত্রায় গানটি দর্শকপ্রিয়তা পেতে ব্যর্থ হয়। এবার আবার ‘আমি যে ফুলটুসি, ডিমান্ড আমার বেশি… কাছে এলে দেখাবো আমি কতটা দেশি’ -এমনই কথামালার আইটেম গানে কোমর দুলিয়েছেন এই নায়িকা। ‘পরি’ ওয়েব ফিল্মে আইটেম গানটি ব্যবহার করা হয়েছে। গানের মূল শিরোনাম ‘এক দুই তিন’।

আদ্রিজা ব্যাণার্জির গাওয়া গানটিতে পূজাকে দেখা গেছে গ্ল্যামারাস পার্টি লুকে ক্লায়েন্টদের মনোরঞ্জন করতে। অধ্যয়ন ধারার কথা, সুর ও সঙ্গীতে গানটির চিত্রায়ন করেছেন রাজু রাজ ও বিদ্রোহী দীপন। ‘পরি’র গল্প এগিয়েছে এভাবে, পাচারকারীদের খপ্পড়ে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশী মেয়ে। ফিরে আসতে চায় দেশে।

কিন্তু চাইলেই কি ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক সেলিব্রেটি অভিনেতা। কিন্তু পর্দার এই নামী অভিনেতা কি সত্যিই হতে পারবে বাস্তব জীবনের নায়ক হতে?

ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে পূজার বিপরীতে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নির্মিত জোভান আহমেদ। ‘পরি’র চিত্রনাট্য করেছেন রায়হান খান। এর বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়াসহ অনেকে।

আর্কাইভ