• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পার্টিতে রাখি-উরফি জাবেদের বিতর্কিত কাণ্ড! (ভিডিও)

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩, ০৬:৩৭ পিএম

পার্টিতে রাখি-উরফি জাবেদের বিতর্কিত কাণ্ড! (ভিডিও)

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

এবার ভারতের আলোচিত মডেল উরফি জাভেদের পার্টিতে দেখা গেল আরেক আলোচিত-সমালোচিত নায়িকা রাখি সাওয়ান্তকে। মাঝখানে স্বামী আদিল খানের সঙ্গে বনিবনা না হওয়া আর লাগাতার ঝগড়ায় টক অব দ্য টাউন ছিলেন রাখি।

এবার উরফির পার্টিতে হাজির হলেন চনমনে রাখি। আলোকচিত্রীদের অনুরোধে সেখানে একসঙ্গে পোজ দিলেন উরফি-রাখি। সে সময় উরফিকে চুমুও কাটলেন রাখি। দুজনেই নানা বিতর্কে জড়িয়ে বার বার উঠে এসেছেন শিরোনামে, তবুও পরোয়া নেই। জীবনের নতুন পর্বে রাখিও হালকা হতে চাইছেন উরফির সাহচর্যে।

ছবি তো তুললেনই রাখি, একটু নাচলেনও। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। উরফি সেজেছিলেন ভিন্ন রকম সাদা পোশাকে। রাখির পরনে ছিল নকশা করা কালো শাড়ি।

আর্কাইভ