• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

নিরব : অপুর ওজনে না, সমস্যা ছিল স্টেজে

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩, ০৪:২১ পিএম

নিরব : অপুর ওজনে না, সমস্যা ছিল স্টেজে

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় গত শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় একটি স্টেজ শো-তে পারফর্ম করতে গিয়ে বিপত্তিতে পড়েন নায়ক নিরব হোসেন ও নায়িকা অপু বিশ্বাস! স্টেজে নাচার সময় অপুকে কোলে তুলতে গিয়ে পড়ে যান নিরব। সেই মুহূর্তের ভিডিও গত রবিবার (১২ মার্চ) সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিও দেখে মজা নিচ্ছেন নেটিজেনরা। কেউ কেউ আবার অপু বিশ্বাসকে বডি শেমিং করতেও ছাড়ছেন না। নিরবকে নিয়েও করছেন কটূ মন্তব্য!

নেটিজেনদের এসব কর্মকাণ্ড চোখ এড়ায়নি নিরব-অপুরও। এ বিষয়ে তিনি বলেন, অনেকেই মনে করছেন অপুর ওজন বেশি, তাকে কোলে তুলতে গিয়ে পড়ে গিয়েছি। কিন্তু আসলে তা নয়। অপুর ওজনে সমস্যা ছিল না, সমস্যা ছিল স্টেজে। স্টেজটির দৈর্ঘ্য ছিল স্বল্প। আটজন নৃত্যশিল্পীসহ আমরা দুজন স্টেজে ছিলাম।

তিনি আরও বলেন, হাত-পা খুলে নাচ করার মতো অবস্থা ছিল না। তা ছাড়া স্টেজের ফ্লোর ছিল টাইলস করা, একেবারে পিচ্ছিল। তার উপর অপু যে ড্রেস পরে ছিল সেই ড্রেসের নিচের অংশ ছিল সিনথেটিক ফেব্রিক্স। নাচের মধ্যে তাকে তুলতে গিয়ে আমি পা স্লিপ করে পড়ে গিয়েছিলাম। এটা নিছক দুর্ঘটনা মাত্র।

ওই অনুষ্ঠানে থাকা দর্শকের অনেকেই পড়ে যাওয়ার ওই দৃশ্যের ভিডিও ধারণ করেন। যদিও সেই মুহূর্তে নিরব-অপু দুজনেই দর্শককের অনুরোধ জানিয়েছিলেন এটি না ছড়াতে। অপু বিশ্বাস বলেছিলেন, ‘আমি একজন চিত্রনায়িকা ও আপনাদের বোন হিসেবে অনুরোধ করবো, যেহেতু স্টেজে পারফর্ম করতে গিয়ে দুজনই পড়ে গেছি। আমাদের একটি অবস্থান রয়েছে, ভালোবাসার মানুষ আছে। আমি বিনীত অনুরোধ করবো, এই জায়গার ভিডিও কেউ ছাড়বেন না।

নিরবও আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘আমরা আসলে ভালোর চেয়ে খারাপটি দেখতে চাই, দেখাতে চাই। নতুন কিছু বলতে চাই না, পাগলকে সাঁকো নাড়াতে মানা করলে সে আরও বেশি নাড়ায়। আপনারা অনেক বিবেকবান মানুষ, আশা করি বিষয়টি বুঝবেন। যদিও নিরব-অপুর অনুরোধের তোয়াক্কা করেননি কেউই। ভিডিওটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং তা দেখে হাসাহাসি করছেন নেটিজেনরা।

 

/এএল

আর্কাইভ