• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
সানভির অভিযোগ, সতীশের মৃত্যু পরিকল্পিত হত্যা

‘অভিনেতা সতীশকে হত্যা করেছে আমার স্বামী’

প্রকাশিত: মার্চ ১২, ২০২৩, ১১:৪৭ পিএম

‘অভিনেতা সতীশকে হত্যা করেছে আমার স্বামী’

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

কয়েক দিন আগে মারা গেছেন বলিউডের বরেণ্য অভিনেতা-নির্মাতা সতীশ কৌশিক। ময়নাতদন্তের পর তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। পোস্ট মর্টেম রিপোর্টে বলা হয়— হৃদযন্ত্রের করোনারি আর্টারি (ধমনি) ব্লকেজের কারণে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন সতীশ।
এদিকে, প্রয়াত সতীশ কৌশিকের এক বন্ধুর স্ত্রী অভিযোগ করেছেন, সতীশকে হত্যা করেছে তার স্বামী বিকাশ মালু। এ বিষয়ে তদন্তের জন্য দিল্লি পুলিশ কমিশনারকে চিঠি লিখেছেন তিনি। যার একটি করে অনুলিপি পাঠানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে। বিকাশ মালুর স্ত্রী সানভির এমন অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দিল্লি পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘একজন নারীর (সানভি) অভিযোগের ভিত্তিতে অভিনেতা সতীশ কৌশিকের মামলার তদন্ত শুরু হয়েছে। ওই নারীকে থানায় ডেকে নিয়ে তার বক্তব্য রেকর্ড করা হয়েছে।’
সানভি বলেন, ‘প্রায় তিন বছর আগে বিকাশ মালু নিজের ব্যবসায় বিনিয়োগের জন্য সতীশ কৌশিকের কাছ থেকে ১৫ কোটি রুপি ধার নিয়েছিলেন। যা এখন পর্যন্ত ফেরত দেননি। এই অর্থ নিয়ে সতীশ আর বিকাশের মধ্যে বিরোধ চলছিল। গত বছরের ২৩ আগস্ট দুবাইয়ে এই অর্থ নিয়ে ওদের দুজনের ঝগড়া হয়েছিল। ওই সময়ে আমিও সেখানে উপস্থিত ছিলাম।’
সতীশকে হত্যা করার পরিকল্পনার কথা বিকাশ তার স্ত্রীকে বলেছিলেন। তা জানিয়ে সানভি বলেন, ‘‘ঝগড়ার রাতে বিকাশকে জিজ্ঞাসা করি, সতীশজি কি টাকা ফেরত চাইছিলেন?’ বিকাশ বলে, ‘ও পাগল। যে ১৫ কোটি দিয়েছিল, তা করোনায় ডুবে গেছে।’ পরে আমি জিজ্ঞাসা করি তাহলে কী হবে? জবাবে বিকাশ বলে, ‘পাগল নাকি! এই টাকা দেওয়া সম্ভব ন। একদিন রাশিয়ানরা ওকে ডেকে নীল বড়ির ওভার ডোজ দেবে এবং ও মারা যাবে। কে ফেরত দিচ্ছে এই টাকা!’’
গত ৭ মার্চ ছিল হোলি উৎসব। এদিন সতীশ কৌশিক তার বন্ধু বিকাশ মালুর ফার্মহাউজে একটি পার্টিতে যোগ দিতে দিল্লি যান। গত ৯ মার্চ ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

 

আরিয়ানএস/

আর্কাইভ