প্রকাশিত: মার্চ ১০, ২০২৩, ০১:৪৬ এএম
চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ বিজয়ীদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে চলচ্চিত্রের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের হাতে এই পুরস্কার তুলে দেন। বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য এ বছর যুগ্মভাবে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ডলি জহুর ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
আজ বিকেলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ প্রদানকালে গুণী অভিনেত্রী ডলি জহুরের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বর্তমানে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বিদেশে অবস্থান করায় তার পক্ষে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন নায়কের ভাগ্নি জান্নাতে নূর।
আজীবন সম্মাননাসহ মোট ২৭টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে, আর পুরস্কারের সংখ্যা ৩৫টি। বিশেষ বিভাগে পুরস্কৃত করা হয় ‘টঙ্গীপাড়ার মিয়া ভাই’কে। এবারের আসরে যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘নোনাজলের কাব্য’। শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হয়েছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য)। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন যৌথভাবে মো. সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির মাহমুদ (রাতজাগা ফুল)।
আরিয়ানএস/