• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ভুবন বাদ্যকর ‘আমি গান ছাড়ব না, গানই আমার ভগবান’

প্রকাশিত: মার্চ ৯, ২০২৩, ০১:৩৭ এএম

ভুবন বাদ্যকর ‘আমি গান ছাড়ব না, গানই আমার ভগবান’

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

‘কাঁচা বাদাম’ গানের কপিরাইটের বিতর্কের মধ্যে নতুন গান নিয়ে আসছেন বাদাম কাকু। এবার আসছে ‘কাঁচা বাদাম’ পার্ট টু।

বীরভূমের দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের কুড়ালজুড়ি এলাকায় ভুবনের বাড়ি। কিন্তু এখন তিনি থাকেন দুবরাজপুর শহরের একটি ভাড়া বাড়িতে।

ভুবন জানান, ‘আমি গান ছাড়ব না, গানই আমার ভগবান।’

এদিকে ভুবনের নতুন গান আসছে জানিয়ে তিনি বলেন, ‘হলির পরেই আমার নতুন গান বের হবে।

সেই গানের কিছুটা অংশ শুনিয়েছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত শিল্পী— ‘বীরভূমের মানুষ আমি ভুবন বাদ্যকর/ কাঁচা বাদাম গানে গানে মন কেড়েছে সবার।’ আগামী দিনে এমন গানই তিনি গাইবেন বলে জানান।

‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট নিয়ে চলেছে বিতর্ক। ভুবনের অভিযোগ, বীরভূমের একটি ইউটিউব চ্যানেলের মালিক গোপাল ঘোষ একটা কাগজে লিখিত চুক্তি করেছিল। আমাকে বলেনি যে, আমার গান কিনে নিয়েছে। আমাকে বলেছিল, ‘তুমি একটা গান করে দিবে। আমি ৩ লাখ টাকা দেব।’ কিসের কাগজ তা আমি জানতে চেয়েছিলাম। আমাকে তখন গোপাল বলে, ‘তুমি টাকা পাবে, গান করে দিবে কিন্তু এই কাগজের মধ্যে লেখা ছিল, ৬০ শতাংশ টাকা আমি পাব। ৪০ শতাংশ গোপাল পাবে। কিন্তু তার পর থেকে তাকে আর ফোনে পাচ্ছি না।

এ নিয়ে ভুবন বলেন, ‘আমি চাইব আমার গানের কপিরাইট যেন আর না থাকে।

আর্কাইভ