প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ০৬:২৮ পিএম
‘কুঁড়েঘর ব্যান্ডের’ গায়ক তাশরিফ খান ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত। এর ফলে তার মুখের এক পাশে বাঁকা হয়ে গেছে। গত মঙ্গলবার (৭ মার্চ) গায়ক নিজেই গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন ।
সংবাদমাধ্যমকে তাসরিফ বলেন, ডাক্তার এখনো নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। অন্তত এক মাস চিকিৎসার পর বলা যাবে। আপাতত মাস দুয়েক আমাকে সম্পূর্ন বিশ্রামে থাকতে বলা হয়েছে। ফলে ঈদের আগে কোনো গানের কাজই করতে পারব না।
অসুস্থতার বর্ণনা দিয়ে তাসরিফ বলেন, মুখের এক পাশ কিছুটা বেঁকে গেছে। তিনদিন আগেই বিষয়টা খেয়াল করি। যদিও সামনে থেকে সহজে এটা বোঝা যায় না। কিন্তু কথা বলার সময় বোঝা যায়। ডাক্তার জানিয়েছেন, এ রোগে আক্রান্ত বেশিরভাগ মানুষই পুরোপুরি সুস্থ হয়ে যায়। অল্প কিছু মানুষকে রোগটা বয়ে বেড়াতে হয়। এখন দেখা যাক, কী হয়। আপাতত ফিজিওথেরাপি নিতে হবে আর কিছু ওষুধ চলবে।
অসুস্থতার কারণে আপাতত গান-বাজনা থেকে বিরতিতে আছেন তাসরিফ। কিন্তু তার পুরোপুরি বসে থাকার সুযোগ নেই। গান-বাজনার বাইরে মানবিক কাজ করেন তাসরিফ। গেলো বছর সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে বন্যায় কোটি টাকার তহবিল সংগ্রহ করে ব্যাপক আলোচিত হয়েছিলেন তিনি।