• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শ্রাবন্তীর তিন বিয়ে থেকে প্রেম সব অতীত! এবার আসল ‘হিরো’কে প্রকাশ্যে আনলেন

প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ০৫:৫৩ পিএম

শ্রাবন্তীর তিন বিয়ে থেকে প্রেম সব অতীত! এবার আসল ‘হিরো’কে প্রকাশ্যে আনলেন

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

টলিউডের চর্চিত অভিনেত্রীদের তালিকায় প্রথমেই আসে একজনের নাম। তিনি হলেন টলি সুন্দরী শ্রাবন্তী চ্যাটার্জী। বেশিরভাগ সময়েই দেখা যায় শ্রাবন্তীর অভিনয়ের তুলনায় অনেক বেশি চর্চা হয় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। তাই বরাবরই সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকেন এই অভিনেত্রী।

বিশেষ করে শ্রাবন্তীর কটা বিয়ে ভাঙলো কিংবা বর্তমানে তিনি কার সাথে প্রেম করছেন এমনই একাধিক বিষয় নিয়ে হামেশাই চলতে থাকে চুলচেরা বিশ্লেষণ। তবে নিন্দুকরা যাই বলুন না কেন বরাবরই সব চর্চাকে ছাপিয়ে গিয়েছে বেশ কিছু জনপ্রিয় সিনেমায় শ্রাবন্তীর ফাটাফাটি অভিনয়। কিন্তু হলে কি হবে আজ হোলিতে রঙের উৎসবের দিনেও বিতর্ক পিছু ছাড়লো না অভিনেত্রীর।

এমনিতে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন যতই রঙিন হোক না কেন তা নিয়ে এখন আর খোলামেলা কোনো কথাই বলেন না অভিনেত্রী। এমনকি নিন্দুকের কটাক্ষের জবাবেও মুখ খোলেন না শ্রাবন্তী। কিন্তু তারকাদের জীবনের কতটুকুই বা আড়াল রাখা যায়! শ্রাবন্তীর ক্ষেত্রেও তাই হয়েছে। এরই মধ্যে বেরিয়ে এসেছে বয়সে ছোট শ্রাবন্তীর নতুন প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর নাম।

তবে শোনা যাচ্ছে, ইদানিং নাকি অভিরূপের সাথেও দূরত্ব বেড়েছে অভিনেত্রীর। সেইসাথে শোনা যাচ্ছে জিম ট্রেনারের সাথে শ্রাবন্তীর সম্পর্কের গুঞ্জন। এসবের মধ্যেই দোলের দিনেই রং মেখে শ্রাবন্তীর সাথে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ব্যক্তির ছবি। ছবিতে দেখা যাচ্ছে ওই ব্যক্তির বুকে মাথা রেখেছেন অভিনেত্রী।

তবে প্রেমিক নয় ছবির ব্যক্তি হলেন শ্রাবন্তীর জীবনের আসল ‘হিরো’ অর্থাৎ তাঁর বাবা। ছবিতে দেখা যাচ্ছে তাঁরা দুজনেই গোলাপি, সবুজসহ হরেক রকম আবিরে মাখামাখি। সেইসাথে দুজনেই পরেছেন ‘হ্যাপি হোলি’ লেখা সাদা টিশার্ট।

এদিন বাবার সাথে রং খেলার এই মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ক্যাপশনে আদরের গিন্টু (শ্রাবন্তীর ডাক নাম) লিখেছেন ‘হ্যাপি হোলি আমার হিরো,তোমাকে ভালোবাসি বাবা’। ছবিতে বাবা মেয়ে দুজনের চোখেই ছিল রোদচশমা।

 

আর্কাইভ