• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

জ্যাকুলিন একাধিক পুরুষের সঙ্গে লিপ্ত হয়েছে, দাবি গায়িকার

প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ০৩:৩৫ এএম

জ্যাকুলিন একাধিক পুরুষের সঙ্গে লিপ্ত হয়েছে, দাবি গায়িকার

বিনোদন ডেস্ক

বলিউড গায়িকা সোনা মহাপাত্র। কিছুদিন আগেই শেহনাজ গিলকে লক্ষ্য করে বি.স্ফোরক টুইট করেছিলেন সোনা। এবার তার নিশানায় জ্যাকুনিল ফার্নান্দেজ।

২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় জেলবন্দি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকুলিনের একাধিক ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে আসার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছেন এই বলি সুন্দরী। একদিকে যেমন দিল্লি পুলিশ ও ইডির সাঁড়াশি চাপ জারি থেকেছে জ্যাকুলিনের ওপর, তেমনই সোশ্যাল মিডিয়াতেও কটূক্তির বন্যা। যদিও তাতে তার ক্যারিয়ার খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। পুরোদমে বলিউডে কাজ করে চলেছেন এই শ্রীলঙ্কান সুন্দরী। এবার সোনা মহাপাত্র নায়িকাকে বিঁধে বলে বসলেন, জ্যাকুলিন কখনও তরুণ প্রজন্মের আদর্শ হতে পারেন না।

সোনা মহাপাত্রর কথায়, ‘প্রত্যেকের জীবনে আইকন থাকাটা জরুরি। তবে তুমি কখনও চাইবে না এমন আইকন, যে একাধিক পুরুষের সঙ্গে যৌনসঙ্গমে লিপ্ত হয়। দামি দামি উপহার গ্রহণ করে এবং যার জনপ্রিয়তা শুধুমাত্র সুন্দরী আর ফর্সা হওয়ার দরুণ। তোমার দরকার (এমন আদর্শ) যার মধ্যে প্রকৃত সত্ত্বা রয়েছে। অভিনেত্রীকে অনুসরণ করতে চান? আলিয়া ভাটকে বাছুন না, কিংবা তাবুকে অথবা এমন কয়েক শো অভিনেত্রী রয়েছেন যারা সত্যি যোগ্য নিজের কাজে। কোনো সংগীতশিল্পীকে নিজের আদর্শ বানাতে চান? শ্রেয়া ঘোষালকে বাছুন অথবা নুরান সিস্টার্সদের। আরও অনেক শিল্পীরা রয়েছে যারা মঞ্চে লাইভ গান করেন, লিপ সিঙ্কের দরকার হয় না তাদের।’

সোনা মনে করেন, সুবিধাবাদী নারীদের উচিতশিক্ষা দেওয়াটা জরুরি। তাদের মুখোশ টেনে খুলতে হবে। যারা শুধুমাত্র নাম-যশের পিছনে দৌড়ায়, নিজেদের প্রতিষ্ঠিত করতে যৌন হেনস্থাকারীদের সঙ্গ দিতেও পিছপা হন না।

আর্কাইভ