• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অভিনেত্রী রাখি দুবাইয়ে যেভাবে বাড়ি-গাড়ি কিনলেন (ভিডিও)

প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ০১:৪৮ এএম

অভিনেত্রী রাখি  দুবাইয়ে যেভাবে বাড়ি-গাড়ি কিনলেন (ভিডিও)

বিনোদন ডেস্ক

বলিউডের আলোচিত নাম রাখি সাওয়ান্ত। কিছুদিন পরপর বিতর্কিত কাজ কিংবা মন্তব্যে লাইমলাইটে আসাটা তার রুটিনে পরিণত হয়েছে। নিজেকে খবরের শিরোনামে রাখতে সিদ্ধহস্ত তিনি। এবার ফের আলোচনায় এসেছেন বলিউডের মিরচি গার্ল।

দুবাইয়ে বাড়ি-গাড়ি কিনেছেন তিনি। সোমবার (৬ মার্চ) রাতে মুম্বাই এয়ারপোর্টে পাপারাজ্জিদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।

দুবাইতে রাখি সাওয়ান্ত ড্যান্স একাডেমি প্রতিষ্ঠা করেছেন। কয়েক দিন আগে এর উদ্বোধন করতে দুবাইয়ে যান তিনি। সেখান থেকে ফিরে রাখি সাওয়ান্ত বলেন, ‘আমি ড্যান্স একাডেমির যাত্রা শুরু করেছি। নতুন বাড়ি, গাড়ি নিয়েছি। এসবই আমার কোম্পানি আমাকে দিয়েছে।’

এসব কথা শেষ না হতেই কেঁদে ফেলেন রাখি সাওয়ান্ত। পাশের একটি জায়গা দেখিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আপনাদের মনে আছে, এখানে দাঁড়িয়ে গোলাপ দিয়ে আদিলকে স্বাগত জানিয়েছিলাম। আর আদিল তার বান্ধবীদের বলেছিল, এটি নাটক ছিল।’

মুম্বাইয়ের এয়ারপোর্টে ধারণ করা কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে আবেগপ্রবণ হয়ে কথা বলতে দেখা যায় রাখিকে। কিছু দিন আগে মাকে হারিয়েছেন তিনি। তা স্মরণ করে রাখি বলেন, ‘আমার জীবনের সব রং ফুরিয়ে গেছে।’

প্রসঙ্গত, বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ-গহনা চুরি এবং পণ নেওয়ার অভিযোগে স্বামী আদিল ডুরানির নামে মামলা করেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এ মামলায় আদিলকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে জেলহাজতে রয়েছেন আদিল।

আর্কাইভ