• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জ্যাকুলিনের জন্য সব করতে পারি সুকেশ

প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ০১:০৩ এএম

জ্যাকুলিনের জন্য সব করতে পারি সুকেশ

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের ‘স্বপ্নের পুরুষ’ ছিলেন সুকেশ চন্দ্রশেখর! শুধু তাই নয়, অভিনেত্রী সুকেশের অপরাধ জেনেও তাকে বিয়ে করতে চেয়েছিলেন। যদিও এখন সেগুলো অতীত।

জ্যাকুলিনের দাবি, তার জীবন তছনছ করে দিয়েছেন সুকেশ। তবে জ্যাকুলিনকে ভালোবাসা জাহির করতে সুকেশ কখনোই সুযোগ ছাড়েন না।

এর আগে আদালত প্রাঙ্গণে ভরা মজলিসে জ্যাকুলিনকে ‘ভ্যালেন্টাইন্স ডে’-র শুভেচ্ছা জানিয়েছিলেন সুকেশ, এবার জেল থেকেই জ্যাকুলিনকে হোলির শুভেচ্ছা জানালেন।

দিল্লির তিহার জেল থেকে সুকেশের লেখা চিঠিতে তিনি জ্যাকুলিনের উদ্দেশে লেখেন যে, ‘এই দিনে, রঙের উৎসবে, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, যে রঙগুলি বিবর্ণ বা অদৃশ্য হয়ে গেছে সেগুলির ১০০ গুণ আপনার কাছে ফিরিয়ে দেব। এই বছর হবে সম্পূর্ণ উজ্জ্বলতায় ভরা, ঠিক আমার মতো করে। আমি এটা নিশ্চিত করব এবং এটা আমার দায়িত্ব।’

চিঠিতে তিনি আরও লিখেছেন, ‘আমার বেবি গার্ল তুমি জানো তোমার জন্য আমি সবকিছু করতে পারি। আমি তোমাকে ভালোবাসি বেবি। হাসতে থাকো। তুমি তো ভালো করেই জানো আমার কাছে তোমার মূল্য কতখানি। ভালোবাসি তোমায় রাজকুমারী। খুব মিস করছি তোমায়। মাই বোম্মা, মাই লাভ।’

এদিকে মাসখানেক আগেই জ্যাকুলিনের তরফে আদালতে বিবৃতি দেওয়া হয়েছে, ‘সুকেশ আমাকে বিভ্রান্ত করেছে, আমার ক্যারিয়ার নষ্ট করেছে’। তিনি আরও জানিয়েছিলেন, সুকেশ তার সঙ্গে দেখা করেন একজন সরকারি আধিকারিক হিসেবে। নিজের নাম বলেছিলেন শেখর।

অভিনেত্রীর কথায়, ‘সুকেশ নিজেকে সান টিভির মালিক হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং দাবি করেছিলেন যে জে জয়ললিতা তার আত্মীয়। চন্দ্রশেখর বলেছিলেন, তিনি আমার একজন অনুরাগী এবং আমায় বুঝিয়েছিলেন আমার দক্ষিণ ভারতেও সিনেমা করা উচিত।’

আর্কাইভ