• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিমানবন্দরে লজ্জায় পড়লেন নবাব কন্যা

প্রকাশিত: মার্চ ৭, ২০২৩, ০৮:৪৮ পিএম

বিমানবন্দরে লজ্জায় পড়লেন নবাব কন্যা

বিনোদন ডেস্ক

ট্রলের শিকার  হলেন সাইফ আলী খানের কন্যা সারা আলী খান। সরাসরি সারাকে বিমানবন্দরে প্রকাশ্যেই কটাক্ষ করলেন এক ভারতীয় প্রৌঢ়। লজ্জায় পড়তে হলো নবাব কন্যাকে।
বিমানবন্দরে প্রায়ই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারকারা। বিশেষ করে বলিউডে একদল আলোকচিত্রী আছেন, যাঁদের পেশাই হলো তারকাদের অনুসরণ করা।

কে, কোথায়, কার সঙ্গে যাচ্ছেন, এসব খবর পাপারাজ্জিদের কাছে থাকে। গতকাল বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন সারা আলী খান। ভিডিওতে দেখা যায়, সারাকে বিমানবন্দরে দেখে কয়েকজন খুদে ভক্ত ছুটে আসেন ছবি তোলার জন্য। ছোটদের নিরাশ করেননি সারা। হাসিমুখে তাদের নিয়ে ছবি তোলেন। এর মধ্যেই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেই সময়ই সারার গা ঘেঁষে এক মধ্যবয়সী পুরুষ যাচ্ছিলেন।

সারাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তির তির্যক মন্তব্য, ‘কেন ফালতু কাজে এদের পেছনে নিজেদের সময় নষ্ট করো?’ একজন প্রাপ্তবয়স্ক মানুষের কাছে এমন মন্তব্য শুনে প্রথমে কিছুটা বিচলিত হন সারা। তবে এমন অপ্রীতিকর মন্তব্য শুনে থেমে যাননি তিনি। কোনো প্রতিবাদও করেননি। বরং একেবারে অগ্রাহ্য করেই বাচ্চাদের সঙ্গে ছবি তোলেন। অটোগ্রাফ দেন।

এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল, যা দেখে সারার ভক্তরাও বিরক্ত। কেউ কেউ ওই ব্যক্তির আচরণের সমালোচনা করে বলছেন, ‘এমন ব্যবহার মোটেই শোভন নয়।’ কেউ কেউ লিখেছেন, ‘আসলে বয়স বাড়লেই যে সম্মান দিতে শেখেন কেউ, এমনটা নয়। নিজের ব্যবহারে সম্মান আদায় করে নিতে হয়।’

সারা অভিনীত শেষ ছবি ‘আতরঙ্গি রে’ মুক্তি পেয়েছিল গত বছরের ডিসেম্বরে। চলতি বছর বেশ কয়েকটি সিনেমায় দেখা যাবে সারা আলী খানকে।

আর্কাইভ